পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর। শনিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম। শনিবার দিল্লির কংগ্রেস দপ্তরে গিয়ে যোগদান করেন তিনি। তৃণমূলে কি মোহভঙ্গ? তৃণমূলত্যাগী নেত্রী বলছেন, মোহভঙ্গের ব্যাপার নেই, এটা পরিবারের সিদ্ধান্ত।
এদিন দলে যোগ দিয়ে মৌসম বলেন, “কংগ্রেসকে ধন্যবাদ জানাই আমায় গ্রহণ করার জন্য। আমরা কংগ্রেস পরিবার। কয়েক বছর তৃণমূল ছিলাম। অনেক সুযোগ দিয়েছে কাজ করার। মমতাদিকে পদত্যাগ পাঠিয়ে দিয়েছি। সোমবার রাজ্যসভায় ইস্তফা দেব। পরিবারগত ভাবে ঠিক করেছি একসঙ্গে কাজ করব। যেভাবে দায়িত্ব দেবে, করব। সেক্যুলারিজম, ডেভেলপমেন্ট, পিস – এটাই কংগ্রেসের মন্ত্র। সেভাবেই কাজ করব।”


























