সকালে দমদম বিমানবন্দরে পৌঁছোন হজযাত্রীরা
হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম এবং ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 45
পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন হাজযাত্রীরা। দমদম বিমানবন্দরে শনিবার সকালে হজযাত্রীরা এসে পৌঁছোন। হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ‘পুবের কলম’ সংবাদপত্রের সম্পাদক তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।

হাজিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি হাজিদের সঙ্গে কথা বলেন। পবিত্র হজযাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন কলকাতার মেয়র।

হজযাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হুইল চেয়ারে বসা যাত্রীকে সাহায্যও করেন মেয়র ববি হাকিম।

হজযাত্রীদের সঙ্গে করমর্দন করে স্বাগত জানান মেয়র ফিরহাদ হাকিম।
পবিত্র হজ সেরে কলকাতায় ফিরলেন হজযাত্রীরা। আর তাঁদের স্বাগত জানাতেই সাতসকালে দমদম বিমানবন্দরে হাজির হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ‘পুবের কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান। স্বাভাবিকভাবেই খুশি হজযাত্রীরা।