০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্যে বিনিয়োগ বাস্তবায়নে আজ বৈঠক নবান্নে

সুস্মিতা
  • আপডেট : ৩ মার্চ ২০২৫, সোমবার
  • / 19

পুবের কলম প্রতিবেদক: চলতি বছরে বিশ্ববঙ্গ সম্মেলন থেকে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়াগের প্রস্তাব এসেছে। এই বিনিয়োগ কীভাবে বাস্তবায়িত করা হবে তাই নিয়ে আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হচ্ছে নবান্নে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে প্রস্তাবিত ওই বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী, সচিব আধিকারিকদের পাশাপাশি শিল্পমহলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
রাজ্যে কোনও বিনিয়োগের প্রস্তাব এলে তা দ্রুত বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকার যথেষ্ট তৎপর। সম্প্রতি নিউটাউনে নারায়ণা হেলথ গ্রুপের পূর্ব ভারতের সবচেয়ে বড় হাসপাতাল স্থাপনের জন্য অনুমোদন পাওয়ার বিষয়টি ছয় মাসের মধ্যেই নিশ্চিত করেছিল রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রশংসা করেছিলেন দেবী শেঠী। মুখ্যমন্ত্রী চান, রাজ্যে শিল্প বিনিয়োগের প্রস্তাব এলে তা দ্রুত কার্যকর করা। এই উদ্দেশ্যেই রাজ্যে চালু করা হয়েছিল সিঙ্গল উইনডো সিস্টেম।
আজ সোমবারের বৈঠকেও বিনিয়োগকারীদের সিঙ্গল উইনডো সিস্টেমে বিভিন্ন দফতরের ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের শিল্প বান্ধব নানা নীতির সুযোগ তাদের কাছে পৌঁছে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয় নিয়েও আজকের বৈঠকে কথা হবে। শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে অর্থ, ক্ষুদ্রশিল্প, পূর্ত, পঞ্চায়েত, বন, পুর ও নগরোন্নয়ন, শ্রম, আইনসহ ১৪ টি দফতরের মন্ত্রীরা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। এই বৈঠকে অবশ্যই উপস্থিত থাকার জন্য বিভাগীয় সচিব এবং সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্পোন্নয়নের জন্য শিক্ষা, পর্যটন, পরিকাঠামো, উৎপাদন এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য ছ’টি সেক্টর কমিটি স্থাপন করা হয়েছে। এগুলির শীর্ষে রাখা হয়েছে হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, সঞ্জয় বুধিয়ার মতো বাংলার প্রথম সারির শিল্পপতিরা। এই বৈঠকে তাঁদেরও ডাকা হয়েছে।

আরও পড়ুন: চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য বিকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাশে রাজ্য সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাণিজ্যে বিনিয়োগ বাস্তবায়নে আজ বৈঠক নবান্নে

আপডেট : ৩ মার্চ ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক: চলতি বছরে বিশ্ববঙ্গ সম্মেলন থেকে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়াগের প্রস্তাব এসেছে। এই বিনিয়োগ কীভাবে বাস্তবায়িত করা হবে তাই নিয়ে আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হচ্ছে নবান্নে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে প্রস্তাবিত ওই বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী, সচিব আধিকারিকদের পাশাপাশি শিল্পমহলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
রাজ্যে কোনও বিনিয়োগের প্রস্তাব এলে তা দ্রুত বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকার যথেষ্ট তৎপর। সম্প্রতি নিউটাউনে নারায়ণা হেলথ গ্রুপের পূর্ব ভারতের সবচেয়ে বড় হাসপাতাল স্থাপনের জন্য অনুমোদন পাওয়ার বিষয়টি ছয় মাসের মধ্যেই নিশ্চিত করেছিল রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতার প্রশংসা করেছিলেন দেবী শেঠী। মুখ্যমন্ত্রী চান, রাজ্যে শিল্প বিনিয়োগের প্রস্তাব এলে তা দ্রুত কার্যকর করা। এই উদ্দেশ্যেই রাজ্যে চালু করা হয়েছিল সিঙ্গল উইনডো সিস্টেম।
আজ সোমবারের বৈঠকেও বিনিয়োগকারীদের সিঙ্গল উইনডো সিস্টেমে বিভিন্ন দফতরের ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের শিল্প বান্ধব নানা নীতির সুযোগ তাদের কাছে পৌঁছে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয় নিয়েও আজকের বৈঠকে কথা হবে। শিল্পোন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে অর্থ, ক্ষুদ্রশিল্প, পূর্ত, পঞ্চায়েত, বন, পুর ও নগরোন্নয়ন, শ্রম, আইনসহ ১৪ টি দফতরের মন্ত্রীরা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। এই বৈঠকে অবশ্যই উপস্থিত থাকার জন্য বিভাগীয় সচিব এবং সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্পোন্নয়নের জন্য শিক্ষা, পর্যটন, পরিকাঠামো, উৎপাদন এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য ছ’টি সেক্টর কমিটি স্থাপন করা হয়েছে। এগুলির শীর্ষে রাখা হয়েছে হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, সঞ্জয় বুধিয়ার মতো বাংলার প্রথম সারির শিল্পপতিরা। এই বৈঠকে তাঁদেরও ডাকা হয়েছে।

আরও পড়ুন: চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য বিকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাশে রাজ্য সরকার