মাইক্রোসফটের প্রধান হলেন ভারতীয়, আইআইটি প্রাক্তনী পবন দাবুলুরি

- আপডেট : ৩০ মার্চ ২০২৪, শনিবার
- / 28
পুবের কলম, ওয়েবডেস্ক : মাইক্রোসফটের প্রধান নিযুক্ত হলেন আইআইটি মাদ্রাজের প্রাক্তনী পবন দাবুলুরি। এই পদে এর আগে ছিলেন পানোস কোস্টা পানে। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন ভারতীয় কৃতী ইঞ্জিনিয়ার পবন। মাইক্রোসফটের উইন্ডোজ ও সারফেসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। পানোস মাইক্রোসফট ছেড়ে আমাজনে যোগ দেওয়ায় ওই দুই পদে এলেন পবন। ২৩ বছর ধরে মাইক্রোসফটে রয়েছেন পবন।
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বিভাগের পড়াশোনা শেষ করেন তিনি। তার পরেই তাঁর রিলেবিলিটি কম্পোনেন্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগদান। সুন্দর পিচাই কিংবা সত্য নাদেলার পর এবার পবন দাবুলুরি। বলাই বাহুল্য, বিশ্বের দরবারে ভারতীয়রা ফের একবার তাঁদের মেধার পরিচয় দিল।
প্রসঙ্গত, মাইক্রোসফট আগেই উইন্ডোজ ও সারফেসকে আলাদা করে দিয়েছিল। এবং দুটির জন্য ভিন্ন নেতৃত্বের কথাও জানানো হয়। এর আগে পবন সারফেস সিলিকনের কাজের দেখাশোনা করতেন। যেখানে মিখাইল পারাখিন নেতৃত্ব দিতেন উইন্ডোজ বিভাগকে। মিখাইল এবার নতুন ভূমিকায় থাকবেন। পবন দাবুলুরিকে দুই বিভাগেরই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে।