‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ হাজির মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 68
শফিকুল ইসলাম : বুধবার নদিয়ার রানাঘাট-১ ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর, কারিগরপাড়া ও সাটিগাছার যথাক্রমে ৯০/৬৩, ৯০/৬৪ এবং ৯০/৭৩ বুথে হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয় শিবিরটি।
শিবির পরিদর্শনে উপস্থিত হন রাজ্যের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, নদিয়া জেলাপরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর,অতিরিক্ত জেলাশাসক সৈকত গাঙ্গুলি, রানাঘাটের মহকুমা শাসক ভরত সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ, রানাঘাট-১ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব মণ্ডল, আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস, উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল, রানাঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির উপসচিব নীলাদ্রি শেখর সরকার প্রমুখ।
আধিকারিকরা এলাকার মানুষের সমস্যার কথা মন দিয়ে শোনেন। সেই সমস্যা নথিভুক্ত করা হয়। আশ্বাস দেওয়া হয়, ৯০ দিনের মাথায় মিটবে সমস্যার সমাধান। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের পাশাপাশি বসে ‘দুয়ারে সরকার’। স্থানীয়রা মূলত বার্ধক্য ভাতা, জাতি শংসাপত্র, কেউ কেউ এসসি-এসটি শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সম্পর্কেও কথা বলেছেন।
আনুলিয়া গ্রামপঞ্চায়তের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই প্রকল্প সম্ভব। এটা বিরাট চমক। মানুষ তাঁর সমস্যার কথা বলেছেন আমাদের কাছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।’ স্থানীয় বাসিন্দারা জানান, ‘বিভিন্ন দফতর গিয়ে ঘুরতে হয়, খুঁজতে হয়। বাড়ির দোরগোড়ায় এই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির হওয়ায় খুবই ভালো লাগছে’।