আইসিসি-র সেরা খেলোয়াড় মিরাজ

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 113
পুবের কলম ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া জিম্বাবোয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করায় আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই লড়াইয়ে তিনি পিছনে ফেলেছেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন শিয়ার্সকে। শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মিরাজ। নিজের কেরিয়ারে এই প্রথমবার আইসিসির সেরা ক্রিকেটার হলেন ২৭ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার।
গত এপ্রিলে জিম্বাবোয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এই দুই টেস্টে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮.৬৬ গড়ে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ। ৪ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট নেন তিনি। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবোয়ে ৩ উইকেটে জিতলেও সফরকারীদের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন। সেই টেস্টে জিম্বাবোয়েকে দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট করার পথে ৫ উইকেট নেন মিরাজ। ইনিংস ও ১০৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।