২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মন্দিরে আলিঙ্গন মোদি ও যোগীর বোনের, ‘এটাই ভারতের সংস্কৃতি’, দাবি বিজেপি নেতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ অগাস্ট ২০২৩, শনিবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক: : আচমকাই উত্তরাখণ্ডের এক মন্দিরে দেখা হয়ে গেল দুজনের। আর দেখা হতেই দুজন, দুজনকে জড়িয়ে ধরে সৌহার্দ্য বিনিময় সারলেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বোনকে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতে। শুক্রবার উত্তরাখণ্ডের গাড়ওয়ালের এক মন্দিরের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজনীতিতে প্রধিনিধিত্বকারী দুই ব্যক্তির বোনই একসঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটান।

শ্রাবণ মাসে মহাদেবের পুজো দিতে পাউরি গাড়ওয়ালের নীলকন্ঠ মন্দিরে স্বামীর সঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বোন বাসন্তীবেন। এর পর তিনি কোঠারি গ্রামে পার্বতী মন্দিরে যান। সেখানে মোদির বোন বাসন্তীবেনের সঙ্গে দেখা হয় যোগীর বোন শশীদেবীর। সেখানেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বোনকে একে অপরকে আলিঙ্গন করে হেসে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। এর পর দুজনেই মন্দিরে প্রার্থনায় শামিল হন।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি নেতা অজয় নন্দ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির বোন বাসন্তীবেন ও মুখ্যমন্ত্রী যোগীর বোন শশীর মধ্যে এই আলিঙ্গনের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ফুটে উঠেছে। রাজনীতিকে অতিক্রম করে তাদের এই বন্ধন ভারতের প্রতিনিধিত্বকারী দুই ব্যক্তির জন্য আমরা গর্বিত’।

আরও পড়ুন: ‘নো মুসলিম বোর্ড’ সরানো হবে কেরলের একটি মন্দির থেকে

 

আরও পড়ুন: ফের অস্ট্রেলীয় মন্দিরে হামলা  

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মন্দিরে আলিঙ্গন মোদি ও যোগীর বোনের, ‘এটাই ভারতের সংস্কৃতি’, দাবি বিজেপি নেতার

আপডেট : ৫ অগাস্ট ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : আচমকাই উত্তরাখণ্ডের এক মন্দিরে দেখা হয়ে গেল দুজনের। আর দেখা হতেই দুজন, দুজনকে জড়িয়ে ধরে সৌহার্দ্য বিনিময় সারলেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বোনকে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতে। শুক্রবার উত্তরাখণ্ডের গাড়ওয়ালের এক মন্দিরের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজনীতিতে প্রধিনিধিত্বকারী দুই ব্যক্তির বোনই একসঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটান।

শ্রাবণ মাসে মহাদেবের পুজো দিতে পাউরি গাড়ওয়ালের নীলকন্ঠ মন্দিরে স্বামীর সঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বোন বাসন্তীবেন। এর পর তিনি কোঠারি গ্রামে পার্বতী মন্দিরে যান। সেখানে মোদির বোন বাসন্তীবেনের সঙ্গে দেখা হয় যোগীর বোন শশীদেবীর। সেখানেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বোনকে একে অপরকে আলিঙ্গন করে হেসে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। এর পর দুজনেই মন্দিরে প্রার্থনায় শামিল হন।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি নেতা অজয় নন্দ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির বোন বাসন্তীবেন ও মুখ্যমন্ত্রী যোগীর বোন শশীর মধ্যে এই আলিঙ্গনের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ফুটে উঠেছে। রাজনীতিকে অতিক্রম করে তাদের এই বন্ধন ভারতের প্রতিনিধিত্বকারী দুই ব্যক্তির জন্য আমরা গর্বিত’।

আরও পড়ুন: ‘নো মুসলিম বোর্ড’ সরানো হবে কেরলের একটি মন্দির থেকে

 

আরও পড়ুন: ফের অস্ট্রেলীয় মন্দিরে হামলা