০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে বারাণসীতে মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 97

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুবের কলম, ওয়েবডেস্কঃ দুদিনের সফরে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বনাথ করিডর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রয়েছে তাঁর। নতুন রূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। মন্দির কমপ্লেক্সের ফেজ ওয়ানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই করিডর নির্মাণের ফলে গঙ্গার ঘাট থেকে এবার মন্দির দর্শন করা যাবে।

 

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

ললিতা ঘাট থেকে দর্শন করতে পারবেন পূণ্যার্থীরা। নতুন প্রকল্প নির্মাণে খরচ হয়েছে ৩৩৯ কোটি টাকা। আগে মন্দির ছিল ৩ হাজার বর্গফুট এলাকায়। নতুন প্রকল্প ৫ লক্ষ বর্গ এলাকজুড়ে। মূল মন্দির উদ্বোধনের আগে ৮০টি মন্দিরের পূননির্মাণ করবেন মোদি। মন্দির চত্বরে ২৩টি ভবনেরও উদ্বোধন হবে। রাতে কাশী গেস্ট হাউসে বিশ্রাম নেবেন মোদি। ষোড়শ উপাচারে মন্দিরে পুজো দেবেন তিনি। উদ্বোধনের আগে ১০টি নদীর জল দিয়ে জলাভিষেক হয়। তাঁর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দির চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। গঙ্গায় কোমর জলে এদিন পুজো দিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল

 

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে বারাণসীতে মোদি

 

 

বারাণসীতে গঙ্গাস্নান সেরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “গঙ্গাবক্ষে নেমে মা গঙ্গার স্নেহ পেয়ে নিজেকে কৃতার্থ মনে করছি। গঙ্গার ঢেউগুলি মনে হচ্ছিল যেন বিশ্বনাথ ধামকেই আশির্বাদ করছে। হর হর মহাদেব। হর হর গঙ্গে।”

নব রূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ ধাম। গঙ্গার ঘাটগুলিকে রঙ্গোলি সহ ফুলের সাজে সাজানো হয়েছে। ঘাটগুলিকে সাজানো হয়েছে ১১ লক্ষ দ্বীপ দিয়ে।

কাশী বিশ্বনাথ মন্দিরটি গঙ্গা থেকে সরাসরি দেখা যেত না। ২০-২৫ ফুট চওড়া এই করিডরটি গঙ্গার ললিতা ঘাট থেকে মন্দির চককে সংযুক্ত করবে। পুণ্যার্থীরা গঙ্গাস্নান সেরেই সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গকে প্রণাম জানাতে পারবেন। নতুন করিডর থেকেই সরাসরি মন্দিরের দর্শন মিলবে।

বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত। বিকেলে ক্রুজ বোটে গঙ্গার বিভিন্ন ঘাটে হওয়া গঙ্গা আরতিও দেখবেন প্রধানমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শীর্ষ নেতারা। রাতে গেস্ট হাউসে বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে বারাণসীতে মোদি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পুবের কলম, ওয়েবডেস্কঃ দুদিনের সফরে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বনাথ করিডর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রয়েছে তাঁর। নতুন রূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। মন্দির কমপ্লেক্সের ফেজ ওয়ানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই করিডর নির্মাণের ফলে গঙ্গার ঘাট থেকে এবার মন্দির দর্শন করা যাবে।

 

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

ললিতা ঘাট থেকে দর্শন করতে পারবেন পূণ্যার্থীরা। নতুন প্রকল্প নির্মাণে খরচ হয়েছে ৩৩৯ কোটি টাকা। আগে মন্দির ছিল ৩ হাজার বর্গফুট এলাকায়। নতুন প্রকল্প ৫ লক্ষ বর্গ এলাকজুড়ে। মূল মন্দির উদ্বোধনের আগে ৮০টি মন্দিরের পূননির্মাণ করবেন মোদি। মন্দির চত্বরে ২৩টি ভবনেরও উদ্বোধন হবে। রাতে কাশী গেস্ট হাউসে বিশ্রাম নেবেন মোদি। ষোড়শ উপাচারে মন্দিরে পুজো দেবেন তিনি। উদ্বোধনের আগে ১০টি নদীর জল দিয়ে জলাভিষেক হয়। তাঁর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দির চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। গঙ্গায় কোমর জলে এদিন পুজো দিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল

 

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে বারাণসীতে মোদি

 

 

বারাণসীতে গঙ্গাস্নান সেরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “গঙ্গাবক্ষে নেমে মা গঙ্গার স্নেহ পেয়ে নিজেকে কৃতার্থ মনে করছি। গঙ্গার ঢেউগুলি মনে হচ্ছিল যেন বিশ্বনাথ ধামকেই আশির্বাদ করছে। হর হর মহাদেব। হর হর গঙ্গে।”

নব রূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ ধাম। গঙ্গার ঘাটগুলিকে রঙ্গোলি সহ ফুলের সাজে সাজানো হয়েছে। ঘাটগুলিকে সাজানো হয়েছে ১১ লক্ষ দ্বীপ দিয়ে।

কাশী বিশ্বনাথ মন্দিরটি গঙ্গা থেকে সরাসরি দেখা যেত না। ২০-২৫ ফুট চওড়া এই করিডরটি গঙ্গার ললিতা ঘাট থেকে মন্দির চককে সংযুক্ত করবে। পুণ্যার্থীরা গঙ্গাস্নান সেরেই সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গকে প্রণাম জানাতে পারবেন। নতুন করিডর থেকেই সরাসরি মন্দিরের দর্শন মিলবে।

বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত। বিকেলে ক্রুজ বোটে গঙ্গার বিভিন্ন ঘাটে হওয়া গঙ্গা আরতিও দেখবেন প্রধানমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শীর্ষ নেতারা। রাতে গেস্ট হাউসে বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী।