০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার সাড়ে তিনঘণ্টার বারাণসী সফরে মোদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 29

 

পুবের কলম ওয়েবডেস্ক:আগামী ১৯ নভেম্বর শনিবার নিজের সংসদীয় এলাকা বারাণসী সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) অ্যাম্ফি থিয়েটার মাঠে ‘কাশী-তামিল সঙ্গম’-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এক মাসব্যাপী ‘কাশী-তামিল সঙ্গম’-এ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যবেক্ষণের পর সমাবেশে ভাষণ দেবেন।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

৭৫টি স্টলের প্রদর্শনীও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর পরে, তিনি তামিলনাড়ুর মেধাবী ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার দশাশ্বমেধ অবধেশ পান্ডের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা বিভিন্ন হোটেলে গিয়ে লোকজনের অবস্থান সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি রেজিস্টার পরীক্ষা করেন।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ১টায় বিশেষ বিমানে বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার বিএইচইউ হেলিপ্যাডে যাবেন। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে সড়কপথে অ্যাম্ফি থিয়েটারে আয়োজিত তামিল সঙ্গম-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিকাল সাড়ে ৪টায় বাবতপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শনিবার সাড়ে তিনঘণ্টার বারাণসী সফরে মোদি

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:আগামী ১৯ নভেম্বর শনিবার নিজের সংসদীয় এলাকা বারাণসী সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) অ্যাম্ফি থিয়েটার মাঠে ‘কাশী-তামিল সঙ্গম’-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এক মাসব্যাপী ‘কাশী-তামিল সঙ্গম’-এ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যবেক্ষণের পর সমাবেশে ভাষণ দেবেন।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

৭৫টি স্টলের প্রদর্শনীও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর পরে, তিনি তামিলনাড়ুর মেধাবী ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার দশাশ্বমেধ অবধেশ পান্ডের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা বিভিন্ন হোটেলে গিয়ে লোকজনের অবস্থান সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি রেজিস্টার পরীক্ষা করেন।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ১টায় বিশেষ বিমানে বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার বিএইচইউ হেলিপ্যাডে যাবেন। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে সড়কপথে অ্যাম্ফি থিয়েটারে আয়োজিত তামিল সঙ্গম-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিকাল সাড়ে ৪টায় বাবতপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার