রেশনে মিলবে মোদীর ছবি যুক্ত ব্যাগ, ৩০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

- আপডেট : ১৬ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: এবার রেশনের ব্যাগে থাকবে মোদির ছবি। এই কাজ সম্পূর্ণ করতে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রের খাদ্যমন্ত্রক। গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্ভুক্ত উপভোক্তাদের মোদির ছবি লাগানো রেশন ব্যাগ দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে খাদ্যমন্ত্রক। ওই ব্যাগে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিস্তারিত বিবরণও। প্রসঙ্গত, এর আগে দেশের প্রতিটি রেশন দোকানে প্রধানমন্ত্রীর থ্রি ডি কাটআউট বসানোর জন্য ২২ কোটি টাকা বরাদ্দও করা হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার রেশন দেওয়ার ক্ষেত্রে আসা হচ্ছে মোদির ছবি যুক্ত ব্যাগ। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় রয়েছেন ২০.০৩ কোটি মানুষ। তাঁদেরকেই দেওয়া হবে এই ব্যাগ।