১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাখমুতে ৫ মাসে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

পুবের কলম, ওয়েবডেস্ক: গত ডিসেম্বর থেকে ইউক্রেনে যুদ্ধে কমপক্ষে ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। অন্যদিকে আহত হয়েছে আরও ৮০ হাজারের মতো। সম্প্রতি এমনটাই জানিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তবে মৃতদের অর্ধেকই ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। যারা পূর্ব বাখমুত শহরে হামলা চালিয়েছিল। রাশিয়া গত বছর থেকে এই ছোট শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে। মস্কো বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা এখনও পশ্চিমে শহরের একটি ছোট অংশ নিয়ন্ত্রণ রেখেছে। ভয়াবহ এই যুদ্ধ উভয় পক্ষেরই বেশ ক্ষতি করেছে।
ঘটনাপ্রসঙ্গে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যতটা সম্ভব রাশিয়ার সৈন্যদের হত্যা করতে এবং এর মজুদ হ্রাস করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘বাখমুতের মাধ্যমে ডনবাস অঞ্চলে আক্রমণের প্রচেষ্টা রাশিয়া ব্যর্থ হয়েছে। রাশিয়া বাস্তবে কৌশলগত এবং উল্লেখযোগ্য কোনো অঞ্চল দখল করতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘আমাদের ধারণা রাশিয়ার ১ লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছে। যার মধ্যে ২০ হাজার সেনা নিহত হয়েছে।’ তবে বাখমুত শহর রক্ষায় ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ। জন কিরবি বলেন, ইউক্রেন হতাহতের তথ্য দিচ্ছি না। কারণ তারা এখানে শিকার। রাশিয়া আক্রমণকারী। হোয়াইট হাউসের দেওয়া তথ্য বিবিসি যাচাই করতে পারেনি। আর মস্কোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: নোবেল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাখমুতে ৫ মাসে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গত ডিসেম্বর থেকে ইউক্রেনে যুদ্ধে কমপক্ষে ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। অন্যদিকে আহত হয়েছে আরও ৮০ হাজারের মতো। সম্প্রতি এমনটাই জানিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তবে মৃতদের অর্ধেকই ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। যারা পূর্ব বাখমুত শহরে হামলা চালিয়েছিল। রাশিয়া গত বছর থেকে এই ছোট শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে। মস্কো বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা এখনও পশ্চিমে শহরের একটি ছোট অংশ নিয়ন্ত্রণ রেখেছে। ভয়াবহ এই যুদ্ধ উভয় পক্ষেরই বেশ ক্ষতি করেছে।
ঘটনাপ্রসঙ্গে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যতটা সম্ভব রাশিয়ার সৈন্যদের হত্যা করতে এবং এর মজুদ হ্রাস করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘বাখমুতের মাধ্যমে ডনবাস অঞ্চলে আক্রমণের প্রচেষ্টা রাশিয়া ব্যর্থ হয়েছে। রাশিয়া বাস্তবে কৌশলগত এবং উল্লেখযোগ্য কোনো অঞ্চল দখল করতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘আমাদের ধারণা রাশিয়ার ১ লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছে। যার মধ্যে ২০ হাজার সেনা নিহত হয়েছে।’ তবে বাখমুত শহর রক্ষায় ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ। জন কিরবি বলেন, ইউক্রেন হতাহতের তথ্য দিচ্ছি না। কারণ তারা এখানে শিকার। রাশিয়া আক্রমণকারী। হোয়াইট হাউসের দেওয়া তথ্য বিবিসি যাচাই করতে পারেনি। আর মস্কোও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: নোবেল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প