গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৩০০-র বেশি ফিলিস্তিনি, সাধারণ মানুষকে লক্ষ্য করেই হামলার অভিযোগ

- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 263
পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় ইসরাইলি হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি ফিলিস্তিনি, আহত শতাধিক। গাজার সরকারি সংবাদ সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ১১৮ জন। যাঁদের মধ্যে ৩৩ জন ছিলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কেন্দ্রে ত্রাণ নিতে যাওয়া নিরীহ সাধারণ মানুষ।
দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি তাঁবুতে বোমা হামলায় নিহত হন ১৩ জন। গাজার মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রিত অবস্থায় নিহত হন আরও ১৬ জন। এমনই এক আশ্রয়প্রার্থী আহমেদ মনসুর বলেন, “বিস্ফোরণের শব্দে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। আগুনে পুড়ে অনেকেই মারা গেছেন, কেউ সাহায্য করতে পারেনি।”
গাজার সংবাদ সূত্রের, এই হামলাগুলো পরিকল্পিতভাবে শিশু, নারী ও শরনার্থীদের লক্ষ্য করে চালানো হয়েছে। মার্কিন সংবাদ সংস্থার খবর, জিএইচএফের মার্কিন নিরাপত্তারক্ষীরা ত্রাণ সংগ্রহকারীদের ছত্রভঙ্গ করতে তাজা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে। অভিযোগ অস্বীকার করেছে জিএইচএফ।