শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 160
পুবের কলম, ওয়েবডেস্ক: আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। ২৭০ জনের মৃত্যুর পর দেশে একপ্রকার শোক শুরু হয়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে আসল এয়াী ইন্ডিয়ার বিমান কর্মীদের উদ্দাম নাচ। এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমনা সংস্থার গুরুগ্রামের দফতরে ডিজে পার্টিতে উদ্দাম নাচতে দেখা যায় এয়ার ইন্ডিয়া স্যাটস (এআইএসএটিএস)-এর শীর্ষ কর্তাদের।
পার্টিতে নাচতে দেখা গিয়েছে, এআইএসএটিএস-এর চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া, সংস্থার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের জিএম সম্প্রীত কোটিয়ানকে। ঘটনাটি ২০ জুনের। ঘটনার দৃশ্য ভাইরাল হতেই দেশজুড়ে বির্তক ও ক্ষোভের সৃষ্টি হয়। চাপের মুখে পড়ে পার্টিতে যোগদান করা চার সিনিয়র কর্মীকে ইস্তফা দিতে নির্দেশ দিল টাটা গ্রুপের বিমান সংস্থা।
এক বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘এই আচরণ আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং সহানুভূতি ও পেশাদারিত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সঙ্গে সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। তবে যাত্রীদের পাশাপাশি যেখানে বিমানটি ভেঙে পড়ে সেখানে স্থানীয় বহু মানুষের মৃত্যু হয়েছে।