আবদুল ওদুদ: লালগোলা থানা এলাকাসহ জঙ্গিপুর সাব ডিভিশনের বেশ কিছু উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে তিনটি আবেদন জানিয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। প্রসঙ্গত,গত ৪ ডিসেম্বর বহরমপুরের এক জনসভা থেকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর নির্বাচনী ক্ষেত্র জঙ্গিপুর সাব-ডিভিশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনটি প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে জঙ্গিপুরের আর্থ-সামাজিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সাংসদ তাঁর ভাষণে এই তিনটি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এগুলি কেবল উন্নয়ন নয়, বরং এই অঞ্চলের মানুষের জন্য সার্বিক উন্নয়ন যা এলাকাকে আরও সমৃদ্ধ করবে।
সাংসদ খলিলুর রহমান মেয়েদের উচ্চশিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে জঙ্গিপুর সাব-ডিভিশনে একটি সরকারি গার্লস কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। সাংসদ বলেন,এই কলেজ প্রতিষ্ঠা হলে হাজারো মেয়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে। কলেজের তাৎপর্য বিশ্লেষণ করে তিনি বলেন, এটি নারী শিক্ষার প্রসারে এক মাইলফলক হিসেবে কাজ করবে এবং শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কমাতে সাহায্য করবে।
জঙ্গিপুরকে সংলগ্ন অঞ্চলের সাথে দ্রুত ও নিরাপদভাবে যুক্ত করার জন্য উমরপুর-লালগোলা সড়কটিকে চার লেনে প্রশস্তকরণ করা হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে। প্রশস্ত সড়ক নির্মিত হলে ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও দ্রুত হবে। তিনি বলেন,এটি নতুন জেলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে, যা ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে সামগ্রিক জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। জঙ্গিপুর সাব-ডিভিশনের কৃষির মেরুদণ্ড হিসেবে বিবেচিত সাগরদিঘির বিনোদ নালার সংস্কারের জন্য বিশেষ আবেদন জানানো হয়েছে।
এটি সংস্কার হলে কৃষি জমিতে পর্যাপ্ত জলের সরবরাহ নিশ্চিত হবে, যার ফলে কৃষি উৎপাদন ২০-৩০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নালার সংস্কারের মাধ্যমে নারী কৃষক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে, যা তাদের কাজ করার পরিবেশকে আরও সুরক্ষিত করবে। সাংসদ খলিলুর রহমান মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে, জঙ্গিপুর সাব-ডিভিশন উন্নয়নে নয়া দিশা পাবে।


































