০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পার্কিংয়ে অনিয়ম রুখতে কড়া পুরসভা, নিয়ম ভাঙলেই এফআইআর  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক: শহরজুড়ে বেআইনি পার্কিং অতিরিক্ত ফি আদায়ের মতো একাধিক অভিযোগ বারেবারে জমা পড়ছিল কলকাতা পুরসভার কাছে। এই অব্যবস্থা রুখতে লাগাতার প্রচার করেও কোনও সুরাহা হয়নি। অবশেষে এবার পার্কিং সংক্রান্ত অভিযোগ কমাতে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা।

পার্কিং জোনের ক্ষেত্রে জারি হতে চলেছে একগুচ্ছ নতুন নিয়ম। যাঁরা দায়িত্বে থাকবেন তাঁদের ক্ষেত্রে ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ না মানলে নিয়ম লংঘনকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে হবে পুরকর্তৃপক্ষের তরফে। তাতে অভিযুক্তের হাজতবাসের সম্ভাবনা থাকছে প্রবল। শনিবার একথা স্পষ্ট করে দেন কলকাতার মেয়র তথা পুরনগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পার্কিং জোনে অনিয়ম রুখতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট ইউনিফর্ম ও আইডেন্টিটি কার্ড পরে থাকতে হবে সবসময়। যদি কাউকে বিনা ইউনিফর্ম ও আইডেন্টিটি কার্ড ছাড়া পার্কিংয়ের দায়িত্বে থাকতে দেখা যায়, সেক্ষত্রে তাঁকে বেআইনিভাবে কাজ করা হিসেবে ধরে নেওয়া হবে।

এই প্রসঙ্গে মেয়র জানান, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হবে, এতে ওই ব্যক্তির হাজতবাস হবে। অন্যদিকে, কোনও জোনে ধারণ ক্ষমতার অতিরিক্তি পার্কিং করলে সেই টেন্ডার বাতিল করা হবে। অন্যদিকে, ইতিমধ্যেই অনিয়ম রুখতে ইতিমধ্যেই পার্কিংয়ের বিশেষ অ্যাপ তৈরির তোড়জোড় শুরু করেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, পার্কিং জোনে ফি-এর তালিকা টাঙানো থাকবে। যদি কোনও নাগরিকের কাছ থেকে তার থেকে পার্কিং ফি বাবদ অতিরিক্ত টাকা চাওয়া হয়, সেক্ষত্রে অভিযোগ জানানো যাবে পুরসভার পার্কিং অ্যাপে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্কিংয়ে অনিয়ম রুখতে কড়া পুরসভা, নিয়ম ভাঙলেই এফআইআর  

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: শহরজুড়ে বেআইনি পার্কিং অতিরিক্ত ফি আদায়ের মতো একাধিক অভিযোগ বারেবারে জমা পড়ছিল কলকাতা পুরসভার কাছে। এই অব্যবস্থা রুখতে লাগাতার প্রচার করেও কোনও সুরাহা হয়নি। অবশেষে এবার পার্কিং সংক্রান্ত অভিযোগ কমাতে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা।

পার্কিং জোনের ক্ষেত্রে জারি হতে চলেছে একগুচ্ছ নতুন নিয়ম। যাঁরা দায়িত্বে থাকবেন তাঁদের ক্ষেত্রে ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ না মানলে নিয়ম লংঘনকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে হবে পুরকর্তৃপক্ষের তরফে। তাতে অভিযুক্তের হাজতবাসের সম্ভাবনা থাকছে প্রবল। শনিবার একথা স্পষ্ট করে দেন কলকাতার মেয়র তথা পুরনগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পার্কিং জোনে অনিয়ম রুখতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া দায়িত্বপ্রাপ্তদের নির্দিষ্ট ইউনিফর্ম ও আইডেন্টিটি কার্ড পরে থাকতে হবে সবসময়। যদি কাউকে বিনা ইউনিফর্ম ও আইডেন্টিটি কার্ড ছাড়া পার্কিংয়ের দায়িত্বে থাকতে দেখা যায়, সেক্ষত্রে তাঁকে বেআইনিভাবে কাজ করা হিসেবে ধরে নেওয়া হবে।

এই প্রসঙ্গে মেয়র জানান, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হবে, এতে ওই ব্যক্তির হাজতবাস হবে। অন্যদিকে, কোনও জোনে ধারণ ক্ষমতার অতিরিক্তি পার্কিং করলে সেই টেন্ডার বাতিল করা হবে। অন্যদিকে, ইতিমধ্যেই অনিয়ম রুখতে ইতিমধ্যেই পার্কিংয়ের বিশেষ অ্যাপ তৈরির তোড়জোড় শুরু করেছে কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, পার্কিং জোনে ফি-এর তালিকা টাঙানো থাকবে। যদি কোনও নাগরিকের কাছ থেকে তার থেকে পার্কিং ফি বাবদ অতিরিক্ত টাকা চাওয়া হয়, সেক্ষত্রে অভিযোগ জানানো যাবে পুরসভার পার্কিং অ্যাপে।