০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৩-এ রসায়নে নোবেল পেলেন মুসলিম বিজ্ঞানী মৌঙ্গি গ্যাব্রিয়েল বাওয়েন্দি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার
  • / 101

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২০২৩ সালের রসায়নে নোবেল পুরস্কার পেলেন বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী মৌঙ্গি গ্যাব্রিয়েল বাওয়েন্দি। তার বাবা-মা তিউনিসিয়ার বসবাসকারি। মৌঙ্গি গ্যাব্রিয়েল একজন আমেরিকান নাগরিক। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি কোয়ান্টাম ডট নামক পরমাণুর ছোট ক্লাস্টারে কাজ করেছেন। মৌঙ্গি গ্যাব্রিয়েল ছাড়াও রসায়নে নোবেল পেয়েছেন  লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। মৌঙ্গি তাঁর নোবেলের পুরস্কারের অর্থ ভাগ করেছেন রসায়নে আরও দুই বিজয়ীর সঙ্গে, যারা এই বছর পুরস্কার পেয়েছেন।

বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছেন তারা। ফলে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে।নোবেল পুরস্কারের ওয়েবসাইট বলেছে, ‘ন্যানো প্রযুক্তির এই ক্ষুদ্রতম উপাদানগুলো এখন টেলিভিশন এবং এলইডি ল্যাম্প থেকে তাদের আলো ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, অন্যান্য অনেক কিছুর মধ্যে টিউমার টিস্যু অপসারণ করার সময় সার্জনদেরও গাইড করতে পারে।’

নোবেল অ্যাকাডেমি বলেছে,‘বাওয়েন্দি যে ন্যানোক্রিস্টালগুলি তৈরি করেছিলেন,তা প্রায় নিখুঁত ছিল। যার স্বতন্ত্র কোয়ান্টাম প্রভাবের জন্ম দিয়েছে। কারণ উৎপাদন পদ্ধতিটি ছিল সহজ, ব্যবহার করার উপযুক্ত। আরও বহু রসায়নবিদ ইতিমধ্যেই ন্যানো প্রযুক্তিতে কাজ করা শুরু করে দিয়েছেন। আর, কোয়ান্টাম ডটগুলির অনন্য বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা শুরু করেছেন।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৩-এ রসায়নে নোবেল পেলেন মুসলিম বিজ্ঞানী মৌঙ্গি গ্যাব্রিয়েল বাওয়েন্দি

আপডেট : ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ২০২৩ সালের রসায়নে নোবেল পুরস্কার পেলেন বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী মৌঙ্গি গ্যাব্রিয়েল বাওয়েন্দি। তার বাবা-মা তিউনিসিয়ার বসবাসকারি। মৌঙ্গি গ্যাব্রিয়েল একজন আমেরিকান নাগরিক। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি কোয়ান্টাম ডট নামক পরমাণুর ছোট ক্লাস্টারে কাজ করেছেন। মৌঙ্গি গ্যাব্রিয়েল ছাড়াও রসায়নে নোবেল পেয়েছেন  লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। মৌঙ্গি তাঁর নোবেলের পুরস্কারের অর্থ ভাগ করেছেন রসায়নে আরও দুই বিজয়ীর সঙ্গে, যারা এই বছর পুরস্কার পেয়েছেন।

বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছেন তারা। ফলে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে।নোবেল পুরস্কারের ওয়েবসাইট বলেছে, ‘ন্যানো প্রযুক্তির এই ক্ষুদ্রতম উপাদানগুলো এখন টেলিভিশন এবং এলইডি ল্যাম্প থেকে তাদের আলো ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, অন্যান্য অনেক কিছুর মধ্যে টিউমার টিস্যু অপসারণ করার সময় সার্জনদেরও গাইড করতে পারে।’

নোবেল অ্যাকাডেমি বলেছে,‘বাওয়েন্দি যে ন্যানোক্রিস্টালগুলি তৈরি করেছিলেন,তা প্রায় নিখুঁত ছিল। যার স্বতন্ত্র কোয়ান্টাম প্রভাবের জন্ম দিয়েছে। কারণ উৎপাদন পদ্ধতিটি ছিল সহজ, ব্যবহার করার উপযুক্ত। আরও বহু রসায়নবিদ ইতিমধ্যেই ন্যানো প্রযুক্তিতে কাজ করা শুরু করে দিয়েছেন। আর, কোয়ান্টাম ডটগুলির অনন্য বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা শুরু করেছেন।’