০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব পরায় পরীক্ষায় বসতে পারবেন না কর্নাটকের মুসলিম ছাত্রীরা

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 11

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : হিজাব পরার জন্য এবার পরীক্ষায় বসতে পারছেন না বিজেপি শাসনাধীন কর্নাটকের ছাত্রীরা। কর্নাটকের শিক্ষার্থীরা বিশেষ করে যারা দশম এবং দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত তাদের বার্ষিক পরীক্ষা মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ অনুসারে ছাত্রদের ক্লাসরুমের ভিতরে হিজাব পরার অনুমতি নেই। এসএসএলসি (ক্লাস ১০) এবং দ্বাদশ শ্রেণির এর বার্ষিক পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের হল টিকিট দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তবে কিছু আন্দোলনরত শিক্ষার্থী তাদের হল টিকিট নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র অনুসারে এইসব শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও অংশ নেওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ হিজাব খুলে রেখে এখন পরীক্ষা না দিলে পরেও দিতে পারবে না তারা। বিজয়নগর জেলার কর্তৃপক্ষ প্রায় ২৫০টি প্রাক্-বিশ্ববিদ্যালয় এবং ৮০টি স্নাতক কলেজের জন্য নিষেধাজ্ঞামূলক আদেশ অব্যাহত রেখেছে। অনেক শিক্ষার্থী হিজাব পরে পরীক্ষায় অংশগ্রহণের জন্য দাবি তুলেছেন। অনুমতি না দিলে পরীক্ষা বর্জন করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১.২৫ লক্ষ শিক্ষার্থী রাজ্যজুড়ে প্রাক্-বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে পড়াশোনা করে। এদের মধ্যে প্রায় ৮৪০০০ জন ছাত্রী। হিজাব পরিহিত শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের কাছাকাছি এবং পরীক্ষা যত ঘনিয়ে আসছে তাদের সংখ্যাও কমছে বলে একটি সূত্রের দাবি। শিক্ষামন্ত্রী বি সি নাগেশ বলেছেন যে বা যারা ইউনিফর্ম পরে আসবেন তারা কোনও সমস্যার মুখোমুখি হবেন না। তবে প্রশাসন হিজাব পরিহিত শিক্ষার্থীদের কাছে নত হতে পারবে না

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাব পরায় পরীক্ষায় বসতে পারবেন না কর্নাটকের মুসলিম ছাত্রীরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : হিজাব পরার জন্য এবার পরীক্ষায় বসতে পারছেন না বিজেপি শাসনাধীন কর্নাটকের ছাত্রীরা। কর্নাটকের শিক্ষার্থীরা বিশেষ করে যারা দশম এবং দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত তাদের বার্ষিক পরীক্ষা মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ অনুসারে ছাত্রদের ক্লাসরুমের ভিতরে হিজাব পরার অনুমতি নেই। এসএসএলসি (ক্লাস ১০) এবং দ্বাদশ শ্রেণির এর বার্ষিক পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের হল টিকিট দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তবে কিছু আন্দোলনরত শিক্ষার্থী তাদের হল টিকিট নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র অনুসারে এইসব শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও অংশ নেওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ হিজাব খুলে রেখে এখন পরীক্ষা না দিলে পরেও দিতে পারবে না তারা। বিজয়নগর জেলার কর্তৃপক্ষ প্রায় ২৫০টি প্রাক্-বিশ্ববিদ্যালয় এবং ৮০টি স্নাতক কলেজের জন্য নিষেধাজ্ঞামূলক আদেশ অব্যাহত রেখেছে। অনেক শিক্ষার্থী হিজাব পরে পরীক্ষায় অংশগ্রহণের জন্য দাবি তুলেছেন। অনুমতি না দিলে পরীক্ষা বর্জন করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১.২৫ লক্ষ শিক্ষার্থী রাজ্যজুড়ে প্রাক্-বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে পড়াশোনা করে। এদের মধ্যে প্রায় ৮৪০০০ জন ছাত্রী। হিজাব পরিহিত শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের কাছাকাছি এবং পরীক্ষা যত ঘনিয়ে আসছে তাদের সংখ্যাও কমছে বলে একটি সূত্রের দাবি। শিক্ষামন্ত্রী বি সি নাগেশ বলেছেন যে বা যারা ইউনিফর্ম পরে আসবেন তারা কোনও সমস্যার মুখোমুখি হবেন না। তবে প্রশাসন হিজাব পরিহিত শিক্ষার্থীদের কাছে নত হতে পারবে না