পুবের কলম, ওয়েবডেস্ক: রহস্যমৃত্যু ডিআরডিও-এর এক বিজ্ঞানীর। রাজস্থানের আলওয়ারের বাড়ি থেকে বিজ্ঞানীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত বিজ্ঞানীর নাম আদিত্য ভার্মা। জানা গিয়েছে, মাত্র ২ দিন আগে বিয়ে করেছিলেন ডিআরডিও-র জয়েন্ট ডিরেক্টর। তারমধ্যে রহস্যমৃত্যু তাঁর। যদিও মৃত্যুর ঘটনায় এখন কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
সংবাদসংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিআরডিও-র মাইসুরু অফিসে কাজ করতেন তিনি। ২৫ নভেম্বর তাঁর বিয়ে হয়। ২৭ নভেম্বর সকালে তাঁকে বাড়িতেই শৌচাগারে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আপাতত আদিত্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

































