০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নলহাটি ভলিবল খেলোয়ার নিকিতা খাতুন খুনে গ্রেফতার অভিযুক্ত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 64

দেবশ্রী মজুমদার, নলহাটি: ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নলহাটি খুনের কেসের আসামি বুলু সেখ কে গ্রেফতার করল নলহাটি থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয় নবগ্রাম থানার পাঁচগ্রাম থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ  জানতে চেষ্টা করছে কিভাবে  অভিযুক্তর কাছে আগ্নেয়াস্ত্র এলো।  বৃহস্পতিবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হবে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

উল্লেখ্য, স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে এই কলেজ পড়ুয়া চলে আসায় সন্দেহ দেখা দেয়। তাই পলাতক অভিযুক্তের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

নিহত নিকিতা খাতুন (১৯) নলহাটি হীরালাল ভকত কলেজের ছাত্রী ছিল। জানা গেছে, নিকিতার যাওয়া আসা ছিল  প্রতিবেশীদের বাড়িতে। বুলু সেখের বাচ্চা মেয়ের সঙ্গে খেলত নিকিতা।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

অভিযুক্ত যুবক মহিউদ্দিন জামান ওরফে বুলু  তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম। নলহাটির বিধু পাড়ায় ভাড়া থাকতেন বুলু।  তার সঙ্গে গল্প করতে দেখে স্বং-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। সেই সময় বুলু উত্তেজিত হয়ে গুলি চালায় স্ত্রীকে লক্ষ্য করে। কিন্তু গুলিটি লাগে নিকিতার বুকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় নিকিতা। গুলির আওয়াজ শুনে পাঁচিল টপকে পালায় বুলু। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটি পুরসভার তিন ওয়ার্ডের বিধু পাড়ায়।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।  গুলিবিদ্ধ নিকিতাকে  আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নলহাটি ভলিবল খেলোয়ার নিকিতা খাতুন খুনে গ্রেফতার অভিযুক্ত

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

দেবশ্রী মজুমদার, নলহাটি: ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নলহাটি খুনের কেসের আসামি বুলু সেখ কে গ্রেফতার করল নলহাটি থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয় নবগ্রাম থানার পাঁচগ্রাম থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ  জানতে চেষ্টা করছে কিভাবে  অভিযুক্তর কাছে আগ্নেয়াস্ত্র এলো।  বৃহস্পতিবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হবে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

উল্লেখ্য, স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে এই কলেজ পড়ুয়া চলে আসায় সন্দেহ দেখা দেয়। তাই পলাতক অভিযুক্তের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

নিহত নিকিতা খাতুন (১৯) নলহাটি হীরালাল ভকত কলেজের ছাত্রী ছিল। জানা গেছে, নিকিতার যাওয়া আসা ছিল  প্রতিবেশীদের বাড়িতে। বুলু সেখের বাচ্চা মেয়ের সঙ্গে খেলত নিকিতা।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

অভিযুক্ত যুবক মহিউদ্দিন জামান ওরফে বুলু  তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম। নলহাটির বিধু পাড়ায় ভাড়া থাকতেন বুলু।  তার সঙ্গে গল্প করতে দেখে স্বং-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। সেই সময় বুলু উত্তেজিত হয়ে গুলি চালায় স্ত্রীকে লক্ষ্য করে। কিন্তু গুলিটি লাগে নিকিতার বুকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় নিকিতা। গুলির আওয়াজ শুনে পাঁচিল টপকে পালায় বুলু। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটি পুরসভার তিন ওয়ার্ডের বিধু পাড়ায়।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।  গুলিবিদ্ধ নিকিতাকে  আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।