০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সাতটি গ্রহ খুঁজে পেল নাসা, পৃথিবীর চেয়েও বড় ২টি গ্রহ

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার
- / 88
পুবের কলম, ওয়েবডেস্ক: পৃথিবীর থেকে বড় এবং নেপচুনের থেকে ছোট সাতটি গ্রহ খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ২,৬০০ এরও বেশি গ্রহ আবিষ্কার করেছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। জানা গিয়েছে, গ্রহমণ্ডলটির কেন্দ্রে আছে একটি নক্ষত্র, এই গ্রহমণ্ডলের নক্ষত্রটি সূর্যের থেকে ১০% বড়। গ্রহমণ্ডলের নক্ষত্রটি সূর্যের থেকে ৫% বেশি উষ্ণ। পৃথিবীর চেয়ে বড় ২টি গ্রহ পাথর দিয়ে তৈরি বলে জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান। বাকি ৫টি গ্রহ পৃথিবীর প্রায় দ্বিগুণ বলে অনুমান বিজ্ঞানীদের
Tag :
NASA