২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি হচ্ছে নৌসেনা মিউজিয়াম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 46

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকারের সহযোগিতায় এবার মিউজিয়াম তৈরির উদ্যোগ নিচ্ছে নৌসেনা। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নিজস্ব বিমানের বিভিন্ন অংশ প্রদর্শিত হবে ওই মিউজিয়ামে।

এদিকে, গঙ্গার পাড়ের মাটি খুঁড়ে নৌসেনা উদ্ধার করেছে ব্রিটিশ আমলের চারটি কামান। এখনও একটি রয়ে গিয়েছে মাটির তলায়। এ ছাড়াও পুরনো দুটি সাবমেরিনের টর্পেডো আনা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

জানা গিয়েছে, নিউটাউনে রাজ্য সরকারের উদ্যোগে নৌবাহিনীর বিমানের প্রদর্শন ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আগে এটি শুধু দেখা যেত ভাইজাগে। এখন নিউটাউনে এসেই বিমানের ভিতরে প্রবেশ করে তার যাবতীয় যন্ত্রাংশ ও বিমান চালানোর পদ্ধতি দেখতে পারছেন আমজনতা। এই সাফল্যের পর এবার নিউ টাউনে মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে নৌসেনা।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

প্রাথমিকভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের নৌসেনা কর্তাদের। জানা গিয়েছে, রাজ্য সরকার মিউজিয়ামের বাড়ি তৈরি করে দেবে। কত তলা বাড়ি হবে এবং কটি ঘরে প্রদর্শনীর বস্তুগুলি রাখা হবে, তা নিয়েও চলছে উভয়পক্ষের আলোচনা।

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

নৌসেনার আধিকারিকদের মতে, কলকাতার বিভিন্ন জেলার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা এই মিউজিয়াম দেখার পর নৌবাহিনীতে যোগ দিতে উৎসাহ পাবে। জানা গিয়েছে, কলকাতা বন্দরের কাছ থেকে অতিরিক্ত কিছুটা জমি নৌসেনা পায়। সেখানেই পরিষ্কার ও খোঁড়াখুঁড়ি করতে গিয়ে দেখা যায়, মাটির তলায় রয়েছে কামানগুলি। চারটি কামান তোলা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি হচ্ছে নৌসেনা মিউজিয়াম

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকারের সহযোগিতায় এবার মিউজিয়াম তৈরির উদ্যোগ নিচ্ছে নৌসেনা। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নিজস্ব বিমানের বিভিন্ন অংশ প্রদর্শিত হবে ওই মিউজিয়ামে।

এদিকে, গঙ্গার পাড়ের মাটি খুঁড়ে নৌসেনা উদ্ধার করেছে ব্রিটিশ আমলের চারটি কামান। এখনও একটি রয়ে গিয়েছে মাটির তলায়। এ ছাড়াও পুরনো দুটি সাবমেরিনের টর্পেডো আনা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

জানা গিয়েছে, নিউটাউনে রাজ্য সরকারের উদ্যোগে নৌবাহিনীর বিমানের প্রদর্শন ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আগে এটি শুধু দেখা যেত ভাইজাগে। এখন নিউটাউনে এসেই বিমানের ভিতরে প্রবেশ করে তার যাবতীয় যন্ত্রাংশ ও বিমান চালানোর পদ্ধতি দেখতে পারছেন আমজনতা। এই সাফল্যের পর এবার নিউ টাউনে মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে নৌসেনা।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

প্রাথমিকভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের নৌসেনা কর্তাদের। জানা গিয়েছে, রাজ্য সরকার মিউজিয়ামের বাড়ি তৈরি করে দেবে। কত তলা বাড়ি হবে এবং কটি ঘরে প্রদর্শনীর বস্তুগুলি রাখা হবে, তা নিয়েও চলছে উভয়পক্ষের আলোচনা।

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

নৌসেনার আধিকারিকদের মতে, কলকাতার বিভিন্ন জেলার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা এই মিউজিয়াম দেখার পর নৌবাহিনীতে যোগ দিতে উৎসাহ পাবে। জানা গিয়েছে, কলকাতা বন্দরের কাছ থেকে অতিরিক্ত কিছুটা জমি নৌসেনা পায়। সেখানেই পরিষ্কার ও খোঁড়াখুঁড়ি করতে গিয়ে দেখা যায়, মাটির তলায় রয়েছে কামানগুলি। চারটি কামান তোলা হয়।