বিহার নির্বাচনে এনডিএর টিকিট বণ্টনে উচ্চবর্ণের দাপট! বলছে তথ্য

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 91
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর টিকিট বণ্টন নিয়ে উঠেছে বিতর্ক। রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ উচ্চবর্ণ হিন্দু হলেও, এনডিএর প্রার্থীদের মধ্যে প্রতি তিনজনের একজনই উচ্চবর্ণ সম্প্রদায়ের।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনডিএর প্রধান শরিক ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের প্রার্থীদের মধ্যে ৪৯ শতাংশকে উচ্চবর্ণ থেকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে রয়েছেন ২১ জন রাজপুত, ১৬ জন ভূমিহার, ১১ জন ব্রাহ্মণ এবং একজন কায়স্থ। অন্যদিকে, ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) থেকে ৩০ শতাংশ এবং এসসি (তপশিলি জাতি) থেকে ১২ শতাংশ প্রার্থী পেয়েছেন টিকিট।
নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ কিছুটা ভারসাম্য রাখার চেষ্টা করেছে। দলের ১০১ প্রার্থীর মধ্যে রয়েছেন ৩৭ জন ওবিসি (৩৬%), ২২ জন ইবিসি (২২%), ২২ জন উচ্চবর্ণ (২২%), ১৫ জন এসসি (১৫%), একজন এসটি (তপশিলি উপজাতি) এবং চারজন মুসলিম প্রার্থী।
অন্য শরিক লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বা এলজেপি-আর ৬০ শতাংশ টিকিট দিয়েছে উচ্চবর্ণ হিন্দুদের এবং বাকি ৪০ শতাংশ এসসি ও এসটি প্রার্থীদের। দলীয় সূত্রে জানা গেছে, সর্বাধিক প্রার্থী রাজপুত ও যাদব সম্প্রদায়ের — দু’টি গোষ্ঠী থেকেই পাঁচজন করে মনোনয়ন পেয়েছেন। এরপর চারজন করে পাসোয়ান ও ভূমিহার প্রার্থী রয়েছেন।
জিতন রাম মানঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার) ছয়টি আসনের মধ্যে চারটিতে মানঝির আত্মীয় এবং দুইটিতে ভূমিহার প্রার্থী দিয়েছে। অন্যদিকে উপেন্দ্র কুশওহার রাষ্ট্রীয় লোক মরচা (আরএলএম) একজন ভূমিহার, একজন রাজপুত, তিনজন কুশওহা ও একজন বৈশ্য প্রার্থীকে টিকিট দিয়েছে।
সামগ্রিকভাবে, এনডিএর প্রার্থীদের মধ্যে ৩৫ শতাংশেরও বেশি উচ্চবর্ণ, ৩২ শতাংশ ওবিসি, প্রায় ১৫ শতাংশ ইবিসি এবং বাকিরা এসসি ও এসটি সম্প্রদায়ের।
বিহারের সামাজিক গঠনের সঙ্গে এই চিত্রের স্পষ্ট বৈপরীত্য রয়েছে — রাজ্যে উচ্চবর্ণ হিন্দুর সংখ্যা ১৫%, ইবিসি ৩৬%, ওবিসি ২৭% এবং এসসি ১৯%। তবুও ভোটের রাজনীতিতে দেখা যাচ্ছে, জনসংখ্যায় সংখ্যালঘু হয়েও উচ্চবর্ণ হিন্দুরাই এনডিএর প্রার্থী তালিকায় সবচেয়ে বেশি প্রভাবশালী অবস্থানে।