পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হওয়ার আশঙ্কার মধ্যে ইসরাইলের কড়া পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ত্রাণ কার্যক্রম চালানো ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার মানুষের দুর্ভোগের জবাব একদিন না একদিন দেওয়া হবেই, আর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই দায় এড়াতে পারবেন না।
ইসরাইলি সরকারের দাবি, নিষিদ্ধ ঘোষিত এসব সংস্থা মানবিক সহায়তার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। তালিকায় রয়েছে ‘ডক্টর্স উইদাউট বর্ডারস’-এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাও। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি ইসরাইলের ভেতর থেকেই ১৯টি মানবাধিকার সংস্থা যৌথ বিবৃতিতে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
এরদোয়ান বলেন, গাজায় শিশুদের কান্না ও অসহনীয় দুর্দশা আজ পুরো বিশ্বকে নাড়া দিচ্ছে। বৃষ্টি, কাদা আর খোলা আকাশের নিচে থাকা শিশুদের কাছে কান্না ছাড়া আর কোনো পথ নেই, কারণ তাদের মাথার ওপর নেই তাঁবুও। তিনি অভিযোগ করেন, তুরস্ক ত্রাণ পাঠাতে চাইলেও নেতানিয়াহু সরকার বাধা দিচ্ছে। তবে আল্লাহর ইচ্ছায় নির্যাতিত এই মানুষদের উদ্ধার করা হবেই বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশের প্রশংসা করে এরদোয়ান বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও সমগ্র ইসলামী বিশ্ব গাজার পাশে থাকবে। উল্লেখ্য, গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের শুরু থেকেই তুরস্ক কড়া অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে আঙ্কারা ইসরাইলের সঙ্গে বাণিজ্য ধাপে ধাপে কমিয়ে এনে শেষ পর্যন্ত সব ধরনের রফতানি, আমদানি ও ট্রানজিট বাণিজ্য স্থগিত করেছে।


























