নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে বিক্ষোভ লক্ষ মানুষের

- আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 15
তেল আবিব, ১৮ জানুয়ারি: নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ইসরাইলে। ফিলিস্তিনের উপর হামলা এবং চলমান যুদ্ধ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই পথে নামল সাধারণ মানুষ। শুক্রবার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে এক লাখেরও বেশি মানুষ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত বন্দীদের মুক্তি দেওয়া হোক। পাশাপাশি চলমান যুদ্ধের ইতি টেনে শান্তিচুক্তি করার আহ্বানও জানিয়েছেন বিক্ষোভকারী সাধারণ মানুষ।
যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলে কোনওরুপ মিটিং-মিছিলের অনুমতি দিচ্ছে না সরকার। তারপরও সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক লক্ষ মানুষ। প্রধানমন্ত্রীর পদত্যাগের জোর দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের আরও দাবি, দেশে আগামী কয়েক মাসের মধ্যে দ্রুত নতুন নির্বাচন করা হোক। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাভাবিক ভাবেই চাপে পড়েছে নেতানিয়াহুর সরকার।