০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সামনের মরশুমে দু’বার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ সবকিছু ঠিকঠাক ছিল।কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু তখনই হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।এমতাবস্থায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়। হঠাৎ সিরিজ বাতিল হওয়ায় বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড।সেই আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে বাতিল হওয়া সিরিজের পাশাপাশি সামনের বছরে আরও একটি সিরিজ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে নিউজিল্যান্ড। এদিন এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ২০২২-২৩ মরশুমের ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান সফরে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। শীঘ্রই এই সিরিজের দিনক্ষণ ঘোষণা হবে।

২০২৩ সালের এপ্রিলে ফের পাকিস্তানে যাবে কিউইরা। খেলবে মোট ১০ ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ। গত সেপ্টেম্বরে নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। পরে জানা যায়, একজন ভুয়ো ইমেল পাঠিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা করেছিল। তদন্তে এসব বেরিয়ে আসার পর ক্ষমাও চায় নিউজিল্যান্ড।একই সঙ্গে পরে আবার পাকিস্তান সফরে আসার প্রতিশ্রুতি দেয়। এবার সেটার বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ। সামনের বছরের ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া সিরিজ দুটি যথাক্রমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।  ৫টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজটি ওই মরশুমে নতুন করে যোগ করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড এই সিরিজের তারিখের নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সামনের মরশুমে দু’বার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সবকিছু ঠিকঠাক ছিল।কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু তখনই হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।এমতাবস্থায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়। হঠাৎ সিরিজ বাতিল হওয়ায় বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড।সেই আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে বাতিল হওয়া সিরিজের পাশাপাশি সামনের বছরে আরও একটি সিরিজ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে নিউজিল্যান্ড। এদিন এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ২০২২-২৩ মরশুমের ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তান সফরে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। শীঘ্রই এই সিরিজের দিনক্ষণ ঘোষণা হবে।

২০২৩ সালের এপ্রিলে ফের পাকিস্তানে যাবে কিউইরা। খেলবে মোট ১০ ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ। গত সেপ্টেম্বরে নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। পরে জানা যায়, একজন ভুয়ো ইমেল পাঠিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা করেছিল। তদন্তে এসব বেরিয়ে আসার পর ক্ষমাও চায় নিউজিল্যান্ড।একই সঙ্গে পরে আবার পাকিস্তান সফরে আসার প্রতিশ্রুতি দেয়। এবার সেটার বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ। সামনের বছরের ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া সিরিজ দুটি যথাক্রমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।  ৫টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজটি ওই মরশুমে নতুন করে যোগ করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড এই সিরিজের তারিখের নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।