মধ্যপ্রদেশের পর বাংলা, দেওয়ালিতে কার্বাইড গান ব্যবহার, মালদহে চোখ হারাতে বসেছে নয়জন শিশু-কিশোর
- আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
- / 94
পুবের কলম, ওয়েবডেস্ক: মালদহে দেওয়ালিতে ‘কার্বাইড গান-এ বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারিয়েছে বা গুরুতর চোখে আঘাত পায় নয়জন শিশু ও কিশোর। জেলা চক্ষু বিশেষজ্ঞদের কাছে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন দেবদাস মুখার্জীর কাছে, একজন মলয় সরকারের ও দুইজন সৌরভ পোদ্দারের কাছে।
গাজোলের আকাশ বিশ্বাস জানায়, ইউটিউব দেখেই বাড়িতে বোতল ও কার্বাইড দিয়ে বন্দুক বানানো হয়েছিল; লাইটারের সাঁজায় বিস্ফোরণে চোখে চরম আঘাত লাগে। চিকিৎসকরা বলছেন, কার্বাইড গান বাস্তবে একটি বিপজ্জনক বিস্ফোরক — প্লাস্টিক পাইপে কার্বাইড ও জল মিলিয়ে তা জ্বালালে তীব্র চাপ সৃষ্টি হয়।
চিকিৎসক সৌগত পোদ্দার উল্লেখ করেন, এক শিশুর রেটিনা প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত। তারা অভিভাবকদের সতর্ক করেছেন, সোশ্যাল মিডিয়ার নকল টিউটোরিয়াল দেখে সন্তানেরা এ ধরনের ঝুঁকিপূর্ণ জিনিস তৈরি করছে; তা অবিলম্বে বন্ধ করতে হবে।


















































