০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়নি’, ট্রাম্পকে সাফ জানালেন মোদি

চামেলি দাস
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 257

পুবের কলম ওয়েবডেস্ক: জি-৭-এ মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলে তা শেষ পর্যন্ত হয়নি। ট্রাম্প আচমকা আমেরিকা ফিরে যাওয়ায় বৈঠক হয়নি। এরপর বুধবার মার্কিন প্রেসিডেন্টের আগ্রহে টেলিফোনে কথা হয় দুই রাষ্ট্রনেতার।

বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিসরি এই সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি জানান।  টেলিফোনিক কথোপকথনে মোদি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।

প্রায় ৩৫ মিনিট ট্রাম্প-মোদি মধ্যে কথা হয়। বিক্রম জানিয়েছেন, এই বৈঠকে মোদি ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। প্রসঙ্গত, শেষবার তাঁদের কথা হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দিন। এদিন মোদি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, ৭ মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতেই কেবল হামলা চালিয়েছিল সেনা।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

মোদি ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতে কখনওই ভারত-আমেরিকা বাণিজ্যিক চুক্তি কিংবা ভারত-পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতার মতো কোনও বিষয়ে কথা হয়নি। ভারত যে জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনও ধরনের মধ্যস্থতাকে কখনও গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তা স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী।  পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে আলোচনা ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি হয়েছিল বলে জানান তিনি। পাকিস্তানের অনুরোধেই তা হয়েছিল। ভারত সন্ত্রাসবাদকে ছায়াযুদ্ধ হিসেবে দেখে না,  পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে দেখে বলে মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

ট্রাম্প মোদিকে কানাডা থেকে ফেরার পথে আমেরিকায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচির চাপে এই বৈঠক সম্ভব নয় বলে জানিয়েছেন মোদি। ভবিষ্যতে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে দুই রাষ্ট্রনেতা। এদিনের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী।

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়নি’, ট্রাম্পকে সাফ জানালেন মোদি

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: জি-৭-এ মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলে তা শেষ পর্যন্ত হয়নি। ট্রাম্প আচমকা আমেরিকা ফিরে যাওয়ায় বৈঠক হয়নি। এরপর বুধবার মার্কিন প্রেসিডেন্টের আগ্রহে টেলিফোনে কথা হয় দুই রাষ্ট্রনেতার।

বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিসরি এই সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি জানান।  টেলিফোনিক কথোপকথনে মোদি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।

প্রায় ৩৫ মিনিট ট্রাম্প-মোদি মধ্যে কথা হয়। বিক্রম জানিয়েছেন, এই বৈঠকে মোদি ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। প্রসঙ্গত, শেষবার তাঁদের কথা হয়েছিল ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দিন। এদিন মোদি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, ৭ মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতেই কেবল হামলা চালিয়েছিল সেনা।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

মোদি ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, এই পরিস্থিতিতে কখনওই ভারত-আমেরিকা বাণিজ্যিক চুক্তি কিংবা ভারত-পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতার মতো কোনও বিষয়ে কথা হয়নি। ভারত যে জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনও ধরনের মধ্যস্থতাকে কখনও গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তা স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী।  পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে আলোচনা ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি হয়েছিল বলে জানান তিনি। পাকিস্তানের অনুরোধেই তা হয়েছিল। ভারত সন্ত্রাসবাদকে ছায়াযুদ্ধ হিসেবে দেখে না,  পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে দেখে বলে মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

ট্রাম্প মোদিকে কানাডা থেকে ফেরার পথে আমেরিকায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচির চাপে এই বৈঠক সম্ভব নয় বলে জানিয়েছেন মোদি। ভবিষ্যতে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে দুই রাষ্ট্রনেতা। এদিনের সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী।

আরও পড়ুন: ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প