৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কিং খান পুত্র আরিয়ানের সঙ্গে নোরা ফতেহি বলিউড জুড়ে জল্পনা চরমে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 97

 

পুবের কলম ওয়েবডেস্ক: কিং খান পুত্র আরিয়ান কি নোরা ফতেহির প্রেমে পড়েছেন? আপাতত বলিউড জুড়ে শোনা যাচ্ছে এই গুঞ্জন।

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

সম্প্রতি দুই তারকাকে একসঙ্গে দেখে দারুণ আলোচনা শুরু হয়েছে। কবে থেকে কাছাকাছি আসছিলেন নোরা আর আরিয়ান খান? বিশ্বকাপ ফুটবলের আগে থেকেই কি? না কি বড়দিন, বর্ষবরণের আমেজে হঠাৎ কাছাকাছি চলে এসেছেন!

আরও পড়ুন: কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

দুই তারকাকে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখে কিংবা পার্টিতে দেখে দুইয়ে দুইয়ে চার করে নেয়া অস্বাভাবিক নয়। তাছাড়া, আরিয়ানের বয়স এখন সবে ২৫ বছর। অন্য দিকে নোরা তিরিশে পড়লেন। বয়সের ব্যবধান যে খুব বেশি, এমনও বলা যায় না। তারা যে ‘হট জুটি’, এ নিয়ে কারও সন্দেহ নেই। তবু, নিশ্চিত হতে চাইছেন অনুরাগীরা। ঘটনাটি আসলে কী?

আরও পড়ুন: ভয়কে উপেক্ষা করে কাশ্মীরে যাচ্ছেন অনেক পর্যটক, তাঁদের সকলের বক্তব্য সন্ত্রাসকে জিততে দেওয়া যাবে না

খান পরিবারের এক ঘনিষ্ঠর কথায় , এত আশান্বিত হওয়ার কিছু নেই। বহু তারকা একই বৃত্তে মেশেন। পার্টিতে যান। কার সঙ্গে কাকে কখন দেখা যাবে তা নিয়ে ভেবে লাভ নেই। খুব ঘনিষ্ঠ বন্ধু হয়তো কাল ছিলেন না, কিন্তু আজ পাতিয়ে নিতে অসুবিধে কোথায়! তা ছাড়া এখনও ছুটির মেজাজে রয়েছেন অনেকেই। সে ভাবে কাজ শুরু হয়নি। তাই আরিয়ান আর নোরাও হয়তো বেরিয়েছিলেন একসঙ্গে। একই জায়গায় তাদের দেখতে পাওয়া আর এমন কী বিষয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিং খান পুত্র আরিয়ানের সঙ্গে নোরা ফতেহি বলিউড জুড়ে জল্পনা চরমে

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: কিং খান পুত্র আরিয়ান কি নোরা ফতেহির প্রেমে পড়েছেন? আপাতত বলিউড জুড়ে শোনা যাচ্ছে এই গুঞ্জন।

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

সম্প্রতি দুই তারকাকে একসঙ্গে দেখে দারুণ আলোচনা শুরু হয়েছে। কবে থেকে কাছাকাছি আসছিলেন নোরা আর আরিয়ান খান? বিশ্বকাপ ফুটবলের আগে থেকেই কি? না কি বড়দিন, বর্ষবরণের আমেজে হঠাৎ কাছাকাছি চলে এসেছেন!

আরও পড়ুন: কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

দুই তারকাকে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখে কিংবা পার্টিতে দেখে দুইয়ে দুইয়ে চার করে নেয়া অস্বাভাবিক নয়। তাছাড়া, আরিয়ানের বয়স এখন সবে ২৫ বছর। অন্য দিকে নোরা তিরিশে পড়লেন। বয়সের ব্যবধান যে খুব বেশি, এমনও বলা যায় না। তারা যে ‘হট জুটি’, এ নিয়ে কারও সন্দেহ নেই। তবু, নিশ্চিত হতে চাইছেন অনুরাগীরা। ঘটনাটি আসলে কী?

আরও পড়ুন: ভয়কে উপেক্ষা করে কাশ্মীরে যাচ্ছেন অনেক পর্যটক, তাঁদের সকলের বক্তব্য সন্ত্রাসকে জিততে দেওয়া যাবে না

খান পরিবারের এক ঘনিষ্ঠর কথায় , এত আশান্বিত হওয়ার কিছু নেই। বহু তারকা একই বৃত্তে মেশেন। পার্টিতে যান। কার সঙ্গে কাকে কখন দেখা যাবে তা নিয়ে ভেবে লাভ নেই। খুব ঘনিষ্ঠ বন্ধু হয়তো কাল ছিলেন না, কিন্তু আজ পাতিয়ে নিতে অসুবিধে কোথায়! তা ছাড়া এখনও ছুটির মেজাজে রয়েছেন অনেকেই। সে ভাবে কাজ শুরু হয়নি। তাই আরিয়ান আর নোরাও হয়তো বেরিয়েছিলেন একসঙ্গে। একই জায়গায় তাদের দেখতে পাওয়া আর এমন কী বিষয়।