বিয়ে করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
ইমামা খাতুন
- আপডেট :
১৭ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 12

পুবের কলম ওয়েবডেস্ক: বলিউডে বিয়ের মরশুম চলছে। গত ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ কিয়ারা। এবার বিয়ের সানাই বাজল অভিনেত্রী স্বরা ভাস্করের জীবনে। বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। যদিও স্পেশ্যাল অ্যাক্টে বিয়েটা হয়েছে জানুয়ারি মাসের ৬ তারিখেই। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন।
স্বরা নিজের টাইমলাইন একটি মন্তাজ ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিয়োতে তাঁকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে দেখা গিয়েছে।
ভিডিয়ো শেয়ার করে স্বরা লিখেছেন, ‘কখনও কখনও আপনার যেটা চাই, সেটা খোঁজার জন্য হয়ত অনেক দূরে যাবেন, কিন্তু দেখবেন সেটা আপনার কাছে রয়েছে।
আমরা ভালোবাসা খুঁজছিলাম, তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। আমার হৃদয়ে তোমায় স্বাগত ফাহাদ। এই হৃদয় হয়ত একটু বিশৃঙ্খল তবে সেটা একান্ত আপনার।’
এর আগে বলিপাড়ায় ছিল অন্য গুঞ্জন। অনেকেই মনে করেছিলেন লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন স্বরা। অবশেষে সত্য প্রকাশ্যে। স্বরার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর সামাজিক মাধ্যমের পাতা অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে।