০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 45

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদকঃ দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, এটি এক হাজার ১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) পথ পাড়ি দিয়েছে। এক ঘণ্টারও বেশি সময় আকাশে উড়ার পর এটি পড়েছে জাপানের দক্ষিণে সাগরে।

 

আরও পড়ুন: মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় এই কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, সম্প্রতি উৎক্ষেপণ করা বেশকিছু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রকৃতপক্ষে আইসিবিএম ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার মধ্যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ২০১৮ সালে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছিলেন। ২০২০ সালে কিম ফের ঘোষণা করেন, তিনি আর এ স্থগিতাদেশ মানতে দায়বদ্ধ নন।

আরও পড়ুন: ফের ‘চর উপগ্রহ’ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

 

আরও পড়ুন: আদিপুরুষ নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুর্দাবাদ স্লোগান, সব হিন্দি ছবির মুক্তি বন্ধ সীতার জন্মভূমি নেপালে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, এটি এক হাজার ১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) পথ পাড়ি দিয়েছে। এক ঘণ্টারও বেশি সময় আকাশে উড়ার পর এটি পড়েছে জাপানের দক্ষিণে সাগরে।

 

আরও পড়ুন: মধ্যপ্রদেশের ১৯টি ধর্মীয় স্থানে মদ বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় এই কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, সম্প্রতি উৎক্ষেপণ করা বেশকিছু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রকৃতপক্ষে আইসিবিএম ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার মধ্যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ২০১৮ সালে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছিলেন। ২০২০ সালে কিম ফের ঘোষণা করেন, তিনি আর এ স্থগিতাদেশ মানতে দায়বদ্ধ নন।

আরও পড়ুন: ফের ‘চর উপগ্রহ’ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

 

আরও পড়ুন: আদিপুরুষ নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুর্দাবাদ স্লোগান, সব হিন্দি ছবির মুক্তি বন্ধ সীতার জন্মভূমি নেপালে