০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবার পরিবারের কর্তার সম্মতিতেই আধার কার্ডের ঠিকানা আপডেট করা যাবে

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 89

পুবের কলম ওয়েব ডেস্কঃ অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইলে এবার থেকে নিতে হবে পরিবারের কর্তার সম্মতিতে। আধার কর্তৃপক্ষ ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ (ইউআইডিএআই) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কেউ তাঁর আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইলে তাঁকে তাঁর পরিবারের কর্তার থেকে সম্মতি নিতে হবে। আর এটা করার জন্য গৃহকর্তার সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীর কী সম্পর্ক তার প্রমাণ পেশ করতে হবে।

 

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

প্রমাণ হিসেবে রেশন কার্ড, মার্কশিট, বিয়ের সংশাপত্র, পাসপোর্টের মতো নথি ব্যবহার করা যেতে পারে, যেখানে গৃহকর্তা ও আবেদনকারী দু’জনের নামই উল্লেখ থাকবে। পরিবারের প্রধান সদস্যের সম্মতিতে ওটিপি ভিত্তিক প্রমাণীকরণ জমা দিয়ে তা করতে হবে। আর কোনও ক্ষেত্রে যদি সম্পর্ক প্রমাণের নথি সংক্রান্ত কাগজপত্র পাওয়া না যায়, সেক্ষেত্রে আধার কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশিকা মেনে পরিবারের কর্তা স্ব-ঘোষণা (সেল্ফ ডিক্লেয়ারেশন) দিলেই হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনে পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের

 

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান

আধার কর্তৃপক্ষের দাবি, আধারে অনলাইন ঠিকানা আপডেট করার ক্ষেত্রে পরিবারের কর্তার সম্মতিকে যে বৈধতা দেওয়া হয়েছে তা অত্যন্ত সহায়ক হবে একজন বাসিন্দার স্ত্রী, সন্তান, পিতামাতাদের ক্ষেত্রে যাদের কাছে প্রমাণ্য নথি নেই আধারের ঠিকানা আপডেট করার মতো। বিভিন্ন প্রয়োজনে মানুষ দেশের বিভিন্ন প্রান্তে, শহর, শহরতলি ও গ্রামে যায়।

 

প্রয়োজনের কারণে অনেক সময় তারা সেখানে বসবাসও শুরু করে। আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের এই পদ্ধতি এই ধরনের লক্ষ লক্ষ মানুষের উপকার করবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স পরিবারের এমন যে কেউ পরিবারের ‘কর্তা’ হিসেবে সংশ্লিষ্ট পরিবারের কারও আধারে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে এই সম্মতি প্রদানের অধিকারী হতে পারবে।  আধার কর্তৃপক্ষের বক্তব্য, অনেক সময়ই দেখা গিয়েছে, আধার আপডেট করার ক্ষেত্রে অনেক সময়ই খুব সাধারণ কারণে সমস্যায় পড়তে হয় আবেদনকারীকে। এমন অনেক মানুষ আছে যাদের কাছে আধার ছাড়া আর কোনও বৈধ নথি নেই।

 

সেক্ষেত্রে আধারের তথ্য আপডেট করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আধার ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই আধার কর্তৃপক্ষ এই ‘পরিবারের প্রধান’ ভিত্তিক আপডেট প্রক্রিয়া  নিয়ে এসেছে। এর ফলে আপনি আপনার পরিবারের কর্তার নথির সাহায্যে আপনার আধারের তথ্য আপডেট করতে পারবেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার পরিবারের কর্তার সম্মতিতেই আধার কার্ডের ঠিকানা আপডেট করা যাবে

আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইলে এবার থেকে নিতে হবে পরিবারের কর্তার সম্মতিতে। আধার কর্তৃপক্ষ ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ (ইউআইডিএআই) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, কেউ তাঁর আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইলে তাঁকে তাঁর পরিবারের কর্তার থেকে সম্মতি নিতে হবে। আর এটা করার জন্য গৃহকর্তার সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীর কী সম্পর্ক তার প্রমাণ পেশ করতে হবে।

 

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

প্রমাণ হিসেবে রেশন কার্ড, মার্কশিট, বিয়ের সংশাপত্র, পাসপোর্টের মতো নথি ব্যবহার করা যেতে পারে, যেখানে গৃহকর্তা ও আবেদনকারী দু’জনের নামই উল্লেখ থাকবে। পরিবারের প্রধান সদস্যের সম্মতিতে ওটিপি ভিত্তিক প্রমাণীকরণ জমা দিয়ে তা করতে হবে। আর কোনও ক্ষেত্রে যদি সম্পর্ক প্রমাণের নথি সংক্রান্ত কাগজপত্র পাওয়া না যায়, সেক্ষেত্রে আধার কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশিকা মেনে পরিবারের কর্তা স্ব-ঘোষণা (সেল্ফ ডিক্লেয়ারেশন) দিলেই হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনে পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের

 

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান

আধার কর্তৃপক্ষের দাবি, আধারে অনলাইন ঠিকানা আপডেট করার ক্ষেত্রে পরিবারের কর্তার সম্মতিকে যে বৈধতা দেওয়া হয়েছে তা অত্যন্ত সহায়ক হবে একজন বাসিন্দার স্ত্রী, সন্তান, পিতামাতাদের ক্ষেত্রে যাদের কাছে প্রমাণ্য নথি নেই আধারের ঠিকানা আপডেট করার মতো। বিভিন্ন প্রয়োজনে মানুষ দেশের বিভিন্ন প্রান্তে, শহর, শহরতলি ও গ্রামে যায়।

 

প্রয়োজনের কারণে অনেক সময় তারা সেখানে বসবাসও শুরু করে। আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের এই পদ্ধতি এই ধরনের লক্ষ লক্ষ মানুষের উপকার করবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স পরিবারের এমন যে কেউ পরিবারের ‘কর্তা’ হিসেবে সংশ্লিষ্ট পরিবারের কারও আধারে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে এই সম্মতি প্রদানের অধিকারী হতে পারবে।  আধার কর্তৃপক্ষের বক্তব্য, অনেক সময়ই দেখা গিয়েছে, আধার আপডেট করার ক্ষেত্রে অনেক সময়ই খুব সাধারণ কারণে সমস্যায় পড়তে হয় আবেদনকারীকে। এমন অনেক মানুষ আছে যাদের কাছে আধার ছাড়া আর কোনও বৈধ নথি নেই।

 

সেক্ষেত্রে আধারের তথ্য আপডেট করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আধার ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই আধার কর্তৃপক্ষ এই ‘পরিবারের প্রধান’ ভিত্তিক আপডেট প্রক্রিয়া  নিয়ে এসেছে। এর ফলে আপনি আপনার পরিবারের কর্তার নথির সাহায্যে আপনার আধারের তথ্য আপডেট করতে পারবেন।