পুবের কলম ওয়েবডেস্ক: ২০২২ সালে ১৬১.১ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড মুনাফা করেছে সউদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। রবিবার দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি এই তথ্য প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের মূল্য বেড়ে যাওয়াতেই এই বিপুল পরিমাণ মুনাফা করা সম্ভব হয়েছে।
অ্যাপলের পরে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিটি এক প্রতিবেদনে জানায়, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির আয় ৪৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে আরামকো ১১০ বিলিয়ন ডলার আয় করেছিল। আর ২০২০ সালে করোনার লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তেলের দাম কমে যায়। ফলে সে সময় আরামকো ৪৯ বিলিয়ন ডলার আয় করেছিল।
আরামকোর সিইও আমিন নাসের বলেছেন, ‘এটি সম্ভবত কর্পোরেট বিশ্বে রেকর্ড করা সর্বোচ্চ মুনাফা।’ বিশ্বের বৃহত্তম ৫টি তেল কোম্পানি শেল, শেভরন, এক্সন মবিল, বিপি এবং টোটাল এনার্জিস ২০২২ সালে সম্মিলিতভাবে ১৫০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এই কোম্পানিগুলো রাশিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে না নিলে আরও বেশি আয় করতে পারত।




























