পুবের কলম, ওয়েবডেস্ক: আজ পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন হিসেবে গণ্য।

কোরবানির গুরুত্ব সীমাহীন। প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্যে ভূষিত করে। কোরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ। অর্থাৎ আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি।

এদিন পার্ক সার্কাস ময়দানে নামায আদায় করলেন মুসলিম ধর্মালম্বী মানুষ। নামায আদায় করলেন সাবেক সাংসদ, পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। নামায শেষে সকলের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তিনি।
এই পার্ক সার্কাস ময়দানের সেই ছবিগুলি ধরা পড়ল পুবের কলম পত্রিকার চিত্র সাংবাদিক সন্দীপ সাহায় ক্যামেরায়।

কোরবানির ঈদ-পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর প্রিয় বান্দা ও নবী হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)এর অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে।

আল্লাহপাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর পশু কোরবানি করে থাকে। পশু কোরবানি একটি প্রতীকি ব্যাপার। এখানে পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল থেকে শুরু করে সবকিছুই কোরবানি করতে প্রস্তুত।

হজরত ইব্রাহিম (আ.) ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে।






























