১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরস্বতী পুজো উপলক্ষে ২৭ জানুয়ারি বাড়তি ছুটি রাজ্য সরকারের

পুবের কলম প্রতিবেদক: সরস্বতী পুজো নিয়ে অতীতে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক চাইছে না রাজ্য সরকার আর সে কারণেই এবার সরস্বতী পুজোর জন্য বাড়তি একদিনের ছুটি দিল রাজ্য সরকার। প্রসঙ্গত এবার সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। প্রথাগতভাবে এই দিনটি জাতীয় ছুটির দিন।

কিন্তু বাগদেবীর আরাধনার জন্য প্রত্যেক বছরই ছুটির তালিকায় একটি দিন নির্দিষ্ট থাকে। সাধারণতন্ত্র দিবসে সরস্বতী পুজো পড়ায় খুব স্বাভাবিকভাবে সরকারি ছুটির দিন এবছর ছিল না। তবে এবার সরস্বতী পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে ২৭ জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হল। এমনিতেই ২৬ শে জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। ২৭ তারিখ ছুটি ঘোষণার ফলে শনি রবি ধরলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার

যদিও এই ঘটনার মধ্যে রাজনৈতিকভাবে বাধ্যবাধকতা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। এবছরই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে। এই অবস্থায় সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি না দেওয়া হলে তা বিজেপির কাছে একটা বড় ইস্যু হতে পারে। আবার রাজনীতির ময়দানে নেমে বিজেপি এমন প্রচার শুরু করতে পারে এই রাজ্যে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া হয় না। এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল বিরোধীদের হাতে নতুন করে কোন অস্ত্র তুলে দিতে চায় না আর সে কারণেই মনে করা হচ্ছে এই ছুটি ঘোষণা করা হল।

আরও পড়ুন: জলাভূমি লিজ দেওয়ার জন্য পোর্টাল চালু করছে রাজ্য সরকার

প্রসঙ্গত যদিও এই ছুটি নিয়ে সরকারিভাবে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

সরস্বতী পুজো মানে বাঙালির কাছে শুধু বিদ্যারদেবীর আরাধনা নয়। বাঙালির কাছে নিজস্ব ভ্যালেন্টাইন দিবস। সারাদিন এই বিশেষ দিনটিকে সামনে রেখে আলাদা করে পালন করে বাংলার মানুষ। এই দিনটি ২৬ শে জানুয়ারির ছুটির দিনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ায় অনেকেরই মন খারাপ ছিল। আলাদা করে সরস্বতী পূজোর ছুটি উপভোগ করার সুযোগ তাদের ছিল না। তবে সরকারের এই সিদ্ধান্তে তারা খুশি বলে জানা গিয়েছে।

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরস্বতী পুজো উপলক্ষে ২৭ জানুয়ারি বাড়তি ছুটি রাজ্য সরকারের

আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: সরস্বতী পুজো নিয়ে অতীতে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক চাইছে না রাজ্য সরকার আর সে কারণেই এবার সরস্বতী পুজোর জন্য বাড়তি একদিনের ছুটি দিল রাজ্য সরকার। প্রসঙ্গত এবার সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। প্রথাগতভাবে এই দিনটি জাতীয় ছুটির দিন।

কিন্তু বাগদেবীর আরাধনার জন্য প্রত্যেক বছরই ছুটির তালিকায় একটি দিন নির্দিষ্ট থাকে। সাধারণতন্ত্র দিবসে সরস্বতী পুজো পড়ায় খুব স্বাভাবিকভাবে সরকারি ছুটির দিন এবছর ছিল না। তবে এবার সরস্বতী পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে ২৭ জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হল। এমনিতেই ২৬ শে জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। ২৭ তারিখ ছুটি ঘোষণার ফলে শনি রবি ধরলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: উৎসবের মরসুমে আতসবাজি ফাটানোর সময় বেঁধে দিল রাজ্য সরকার

যদিও এই ঘটনার মধ্যে রাজনৈতিকভাবে বাধ্যবাধকতা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। এবছরই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে। এই অবস্থায় সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি না দেওয়া হলে তা বিজেপির কাছে একটা বড় ইস্যু হতে পারে। আবার রাজনীতির ময়দানে নেমে বিজেপি এমন প্রচার শুরু করতে পারে এই রাজ্যে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া হয় না। এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল বিরোধীদের হাতে নতুন করে কোন অস্ত্র তুলে দিতে চায় না আর সে কারণেই মনে করা হচ্ছে এই ছুটি ঘোষণা করা হল।

আরও পড়ুন: জলাভূমি লিজ দেওয়ার জন্য পোর্টাল চালু করছে রাজ্য সরকার

প্রসঙ্গত যদিও এই ছুটি নিয়ে সরকারিভাবে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

সরস্বতী পুজো মানে বাঙালির কাছে শুধু বিদ্যারদেবীর আরাধনা নয়। বাঙালির কাছে নিজস্ব ভ্যালেন্টাইন দিবস। সারাদিন এই বিশেষ দিনটিকে সামনে রেখে আলাদা করে পালন করে বাংলার মানুষ। এই দিনটি ২৬ শে জানুয়ারির ছুটির দিনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ায় অনেকেরই মন খারাপ ছিল। আলাদা করে সরস্বতী পূজোর ছুটি উপভোগ করার সুযোগ তাদের ছিল না। তবে সরকারের এই সিদ্ধান্তে তারা খুশি বলে জানা গিয়েছে।