১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রমযানে সর্বোচ্চ একবার উমরাহর সুযোগ

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
  • / 16

পুবের কলম,ওয়েবডেস্কঃ পবিত্র রমযানে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার উমরাহ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক। জানা গেছে, এ বছর বহু মানুষ উমরাহ করতে আসছেন। তাই অন্যদেরও উমরাহ আদায়ের সুযোগ করে দিতে কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করেছে। মন্ত্রকের এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, রমযানে একজনের একবার উমরাহ-এই শর্তারোপ করার উদ্দেশ হল অন্যরা যাতে  সহজে ও প্রশান্তিতে উমরাহ পালন করতে পারেন।

ওই বিবৃতিতে উমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের উদ্দেশে বলা হয়েছে, যারা উমরাহ করতে চান, তারা ‘নাসক’ অ্যাপের মাধ্যমে পারমিট চালু করুন এবং সময় কাজে লাগান। এবার উমরাহর নির্দিষ্ট তারিখ পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। এই পরিস্থিতিতে যারা নাসক অ্যাপে পারমিট নিয়েছেন, তারা যদি উমরাহর তারিখ বদল করতে চান, তাহলে তাদের পারমিট বাতিল করতে হবে এবং ফের পারমিট নিতে হবে।

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযানে সর্বোচ্চ একবার উমরাহর সুযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ পবিত্র রমযানে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার উমরাহ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক। জানা গেছে, এ বছর বহু মানুষ উমরাহ করতে আসছেন। তাই অন্যদেরও উমরাহ আদায়ের সুযোগ করে দিতে কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করেছে। মন্ত্রকের এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, রমযানে একজনের একবার উমরাহ-এই শর্তারোপ করার উদ্দেশ হল অন্যরা যাতে  সহজে ও প্রশান্তিতে উমরাহ পালন করতে পারেন।

ওই বিবৃতিতে উমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের উদ্দেশে বলা হয়েছে, যারা উমরাহ করতে চান, তারা ‘নাসক’ অ্যাপের মাধ্যমে পারমিট চালু করুন এবং সময় কাজে লাগান। এবার উমরাহর নির্দিষ্ট তারিখ পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। এই পরিস্থিতিতে যারা নাসক অ্যাপে পারমিট নিয়েছেন, তারা যদি উমরাহর তারিখ বদল করতে চান, তাহলে তাদের পারমিট বাতিল করতে হবে এবং ফের পারমিট নিতে হবে।

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস