২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন পাক স্পিডস্টার শাহিন আফ্রিদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 80

 

পুবের কলম ওয়েব ডেস্ক : শেষ পর্যন্ত পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে বিয়ে করলেন শাহিন আফ্রিদি। পাক ক্রিকেট দলের বর্তমান সময়ের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আনশার বাগদান পর্ব বছর দুয়েক আগে সারা ছিল। আর এবারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। করাচিতে ছিল মেহেদি অনুষ্ঠান। তার পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। পাক ক্রিকেট তারকা শাহিনের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বর্তমান দলের বেশ কয়েকজন ক্রিকেটার। যে তালিকায় অধিনায়ক বাবর আজম এবং মুহাম্মদ হাফিজের সঙ্গে ছিলেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদও।
অনেকেই ভেবেছিলেন শাহিন শাহ আফ্রিদির বিয়েতে উপস্থিত থাকবেন তার সবচেয়ে কাছের বন্ধু মুহাম্মদ রিজওয়ান। তবে বিয়ের অনুষ্ঠানে রিজওয়ানকে দেখা যায়নি। কারণ, রিজওয়ান এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। তাই শাহিনের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তিনি।তবে কাছের বন্ধু শাহিনকে টুইটারে শুভেচ্ছাবার্তা পাঠিতে ভোলেননি বর্তমান পাক দলের এই নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার। রিজওয়ান না থাকলেও অধিনায়ক বাবর আজম, সরফরাজ খান, নাসিম শাহ, শাদাব খানসহ আরও অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন শাহিনের দাওয়াতে। বিয়ের অনুষ্ঠানে শাহিদ অফ্রিদি প্রাক্তন সতীর্থ মুহাম্মদ হাফিজকে পেয়ে দারুণ খুশি হয়েছেন।
২২ বছর বয়সী শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেই সেরা অস্ত্র।এর ফাঁকে গত নভেম্বরে টি-২০ বিশ্বকাপের পর থেকেই হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। চোট থেকে ফিট হতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। সেই ফাঁকে বিয়ের অনুষ্ঠান সেরে নিলেন তিনি। শোনা যাচ্ছে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।উল্লেখ্য, ২০১৮ সালে পাক দলে অভিষেক হওয়ার পর থেকে দেশের হয়ে ২৫ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ৪৭ টি-২০ খেলেছেন শাহিন আফ্রিদি।

আরও পড়ুন: বিয়ে করলেই এক মাসের ছুটি, সঙ্গে বেতন ও বোনাস!

আরও পড়ুন: ‘১ হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চায়, তাই ফাহাদকে বিয়ে করেছে স্বরা’ কটাক্ষ উগ্র হিন্দুত্ববাদীদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন পাক স্পিডস্টার শাহিন আফ্রিদি

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম ওয়েব ডেস্ক : শেষ পর্যন্ত পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে বিয়ে করলেন শাহিন আফ্রিদি। পাক ক্রিকেট দলের বর্তমান সময়ের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আনশার বাগদান পর্ব বছর দুয়েক আগে সারা ছিল। আর এবারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। করাচিতে ছিল মেহেদি অনুষ্ঠান। তার পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। পাক ক্রিকেট তারকা শাহিনের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বর্তমান দলের বেশ কয়েকজন ক্রিকেটার। যে তালিকায় অধিনায়ক বাবর আজম এবং মুহাম্মদ হাফিজের সঙ্গে ছিলেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদও।
অনেকেই ভেবেছিলেন শাহিন শাহ আফ্রিদির বিয়েতে উপস্থিত থাকবেন তার সবচেয়ে কাছের বন্ধু মুহাম্মদ রিজওয়ান। তবে বিয়ের অনুষ্ঠানে রিজওয়ানকে দেখা যায়নি। কারণ, রিজওয়ান এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন। তাই শাহিনের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তিনি।তবে কাছের বন্ধু শাহিনকে টুইটারে শুভেচ্ছাবার্তা পাঠিতে ভোলেননি বর্তমান পাক দলের এই নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার। রিজওয়ান না থাকলেও অধিনায়ক বাবর আজম, সরফরাজ খান, নাসিম শাহ, শাদাব খানসহ আরও অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন শাহিনের দাওয়াতে। বিয়ের অনুষ্ঠানে শাহিদ অফ্রিদি প্রাক্তন সতীর্থ মুহাম্মদ হাফিজকে পেয়ে দারুণ খুশি হয়েছেন।
২২ বছর বয়সী শাহিন আফ্রিদি পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেই সেরা অস্ত্র।এর ফাঁকে গত নভেম্বরে টি-২০ বিশ্বকাপের পর থেকেই হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। চোট থেকে ফিট হতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। সেই ফাঁকে বিয়ের অনুষ্ঠান সেরে নিলেন তিনি। শোনা যাচ্ছে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।উল্লেখ্য, ২০১৮ সালে পাক দলে অভিষেক হওয়ার পর থেকে দেশের হয়ে ২৫ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ৪৭ টি-২০ খেলেছেন শাহিন আফ্রিদি।

আরও পড়ুন: বিয়ে করলেই এক মাসের ছুটি, সঙ্গে বেতন ও বোনাস!

আরও পড়ুন: ‘১ হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চায়, তাই ফাহাদকে বিয়ে করেছে স্বরা’ কটাক্ষ উগ্র হিন্দুত্ববাদীদের