২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
  • / 44

পুবের কলম ওয়েবডেস্কঃ জরুরি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করেছে পাকিস্তান সরকার। এরই আওতায় ৪১টি ‘অপরিহার্য নয়, এমন বিলাসবহুল পণ্যের’ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গত কয়েক মাস ধরেই পাকিস্তানের অর্থনীতি নিম্নমুখী। এরমধ্যে সরকার পরিবর্তন হয়েছে দেশটিতে। কিন্তু তাতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়নি। বরং ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মুখে পড়েছে দেশটির মুদ্রা। এখন প্রতি ডলার কিনতে ব্যয় হয়েছে ২০০ রুপি। এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশকিছু অপরিহার্য নয় এমন বিলাসী পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আমদানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য পণ্যগুলো হল গাড়ি, মোবাইল, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, বিলাসবহুল ম্যাট্রেস ও স্লিপিংব্যাগ, মূল্যবান চামড়াজাত পোশাক ইত্যাদি। ফেডারেল মন্ত্রিসভা জানিয়েছে, দুই মাস পর এ নিষেধাজ্ঞা আবার পর্যালোচনা করা হতে পারে। এই পণ্যগুলো সাধারণ মানুষ তেমন ব্যবহার করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এসব পণ্য আমদানি বন্ধ হলে ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।’ প্রধানমন্ত্রী শাহবাজ এক টু্যইটে লেখেন, ‘বিলাসী জিনিসপত্র আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।’

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জরুরি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করেছে পাকিস্তান সরকার। এরই আওতায় ৪১টি ‘অপরিহার্য নয়, এমন বিলাসবহুল পণ্যের’ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গত কয়েক মাস ধরেই পাকিস্তানের অর্থনীতি নিম্নমুখী। এরমধ্যে সরকার পরিবর্তন হয়েছে দেশটিতে। কিন্তু তাতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়নি। বরং ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মুখে পড়েছে দেশটির মুদ্রা। এখন প্রতি ডলার কিনতে ব্যয় হয়েছে ২০০ রুপি। এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশকিছু অপরিহার্য নয় এমন বিলাসী পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আমদানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য পণ্যগুলো হল গাড়ি, মোবাইল, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, বিলাসবহুল ম্যাট্রেস ও স্লিপিংব্যাগ, মূল্যবান চামড়াজাত পোশাক ইত্যাদি। ফেডারেল মন্ত্রিসভা জানিয়েছে, দুই মাস পর এ নিষেধাজ্ঞা আবার পর্যালোচনা করা হতে পারে। এই পণ্যগুলো সাধারণ মানুষ তেমন ব্যবহার করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এসব পণ্য আমদানি বন্ধ হলে ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।’ প্রধানমন্ত্রী শাহবাজ এক টু্যইটে লেখেন, ‘বিলাসী জিনিসপত্র আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।’

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান