০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে প্রথম জয় পাকিস্তানের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার
  • / 17

পুবের কলম ওয়েব ডেস্ক: পর পর প্রথম দুই ম্যাচে হার। রবিবার পারথে হারলে অস্ট্রেলিয়ার মাটিতে চলতে থাকা টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হত পাকিস্তান ক্রিকেট দলকে। যদিও ডু-অর-ডাই পরিস্থিতিতে প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে এবারের কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিলেন বাবর আজমরা।

 

এই জয়ে একদিকে পাকিস্তানের যেমন সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকল, একইভাবে সুপার টুয়েলভে টানা তৃতীয় হারে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল ডাচ ক্রিকেট দল।

 

এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে টিম নেদারল্যান্ডস। মন্থর গতির ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯১ রান তুলতে সমর্থ হন ডাচরা।

 

অন্যদিকে, জয়ের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় পাকিস্তান। আর এতে ৩৭ বল হাতে রেখে প্রতিপক্ষের লক্ষ্যমাত্রা টপকে জয়ের সীমানায় পৌঁছে যান বাবর আজমরা। যদিও এ ম্যাচেও বড় রান পাননি পাক অধিনায়ক বাবর আজম।

 

৫ বলে ৪ রান করে রানআউট হন তিনি। অন্যদিকে দলে ডাক পেয়ে ১৬ বলে ২০ রান করেন ফখর জামান। তিনি হাঁকান ৩টি বাউন্ডারি। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন পাক উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ রিজওয়ান।

এর আগে ব্যাট করতে নেমে একেবারেই বিবর্ণ ছিল ডাচরা। পুরো ইনিংসে তাদের রানরেট ৫ এর উপরে ছিল না। তাদের দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন কলিন অ্যাকারম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে।

পাক স্পিনার শাদাব খান ৪ ওভারে ২২ রান খরচা করে ৩ উইকেট তুলে নেন। মুহাম্মদ ওয়াসিম ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট পান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ পান ১টি করে উইকেট।

এ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে পাকিস্তান। ৩ ম্যাচ শেষে তাদের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। সেমিফাইনালে খেলতে পরের দুই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই তাদের সামনে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেদারল্যান্ডসকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে প্রথম জয় পাকিস্তানের

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পর পর প্রথম দুই ম্যাচে হার। রবিবার পারথে হারলে অস্ট্রেলিয়ার মাটিতে চলতে থাকা টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হত পাকিস্তান ক্রিকেট দলকে। যদিও ডু-অর-ডাই পরিস্থিতিতে প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে এবারের কুড়ি-বিশের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিলেন বাবর আজমরা।

 

এই জয়ে একদিকে পাকিস্তানের যেমন সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকল, একইভাবে সুপার টুয়েলভে টানা তৃতীয় হারে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল ডাচ ক্রিকেট দল।

 

এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে টিম নেদারল্যান্ডস। মন্থর গতির ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯১ রান তুলতে সমর্থ হন ডাচরা।

 

অন্যদিকে, জয়ের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় পাকিস্তান। আর এতে ৩৭ বল হাতে রেখে প্রতিপক্ষের লক্ষ্যমাত্রা টপকে জয়ের সীমানায় পৌঁছে যান বাবর আজমরা। যদিও এ ম্যাচেও বড় রান পাননি পাক অধিনায়ক বাবর আজম।

 

৫ বলে ৪ রান করে রানআউট হন তিনি। অন্যদিকে দলে ডাক পেয়ে ১৬ বলে ২০ রান করেন ফখর জামান। তিনি হাঁকান ৩টি বাউন্ডারি। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন পাক উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ রিজওয়ান।

এর আগে ব্যাট করতে নেমে একেবারেই বিবর্ণ ছিল ডাচরা। পুরো ইনিংসে তাদের রানরেট ৫ এর উপরে ছিল না। তাদের দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন কলিন অ্যাকারম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে।

পাক স্পিনার শাদাব খান ৪ ওভারে ২২ রান খরচা করে ৩ উইকেট তুলে নেন। মুহাম্মদ ওয়াসিম ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট পান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ পান ১টি করে উইকেট।

এ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে পাকিস্তান। ৩ ম্যাচ শেষে তাদের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। সেমিফাইনালে খেলতে পরের দুই ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই তাদের সামনে।