৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএইচডি’র ভর্তির নির্দেশিকা আলিয়ায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 175

পুবের কলম, শিক্ষা ডেস্কঃ  পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া শুরু করল আলিয়া বিশ্ববিদ্যালয়। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২১ ফেব্রুয়ারি। এর পরে আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ২৮ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে নিউ টাউনে এবার ৫.৯৭ একর জমি নিলাম করবে রাজ্য সরকার

সমস্ত বিষয়ে পিএইচডি-তে ভর্তি নেওয়া হবে, সেগুলি হল আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, অর্থনীতি, ইতিহাস, এডুকেশন, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ। পিএইচডি-তে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এমফিল ডিগ্রি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পিএইচডি কোর্সের মূল্য হিসেবে ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: ফার্মাথন ২০২৫ শিরোনামে ম্যারাথন দৌড়

 

আরও পড়ুন: আরও দুটি নয়া কোর্স চালু করছে আলিয়া

আলিয়া ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। তবে যাঁরা জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনও ফেলোশিপ বা স্কলারশিপ পাচ্ছেন, তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএইচডি’র ভর্তির নির্দেশিকা আলিয়ায়

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম, শিক্ষা ডেস্কঃ  পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া শুরু করল আলিয়া বিশ্ববিদ্যালয়। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২১ ফেব্রুয়ারি। এর পরে আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ২৮ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে নিউ টাউনে এবার ৫.৯৭ একর জমি নিলাম করবে রাজ্য সরকার

সমস্ত বিষয়ে পিএইচডি-তে ভর্তি নেওয়া হবে, সেগুলি হল আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, অর্থনীতি, ইতিহাস, এডুকেশন, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্সেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ইসলামিক থিওলজি এবং ইসলামিক স্টাডিজ। পিএইচডি-তে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতক এবং স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এমফিল ডিগ্রি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পিএইচডি কোর্সের মূল্য হিসেবে ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: ফার্মাথন ২০২৫ শিরোনামে ম্যারাথন দৌড়

 

আরও পড়ুন: আরও দুটি নয়া কোর্স চালু করছে আলিয়া

আলিয়া ইউনিভার্সিটি রিসার্চ এলিজিবিলিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। তবে যাঁরা জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনও ফেলোশিপ বা স্কলারশিপ পাচ্ছেন, তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে।