২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা

 পুবের কলম ওয়েবডেস্ক: বন্যার করাল গ্রাসে পূর্ব চিন। রাজধানী বেজিং -সহ আশপাশের একাধিক শহর জলের নিচে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দশকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি।

চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা
কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে বেজিং-সহ পূর্ব চিনের বিস্তীর্ণ অঞ্চল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মিয়ুন ও ইয়াংকিং জেলার, যেখানে ক্ষয়ক্ষতির মাত্রা সর্বাধিক।
চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা
বন্যার জেরে অসংখ্য মানুষ ঘরের মধ্যে আটকে পড়েছেন। ভেঙে পড়েছে অনেক বাড়িঘর, জলের তলায় তলিয়ে গিয়েছে একাধিক ভবন। ১৩০-রও বেশি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

 

চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা
চিনের সিসিটিভি নিউজ় জানিয়েছে, সড়ক ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে শি জিনপিং প্রশাসন ইতিমধ্যেই প্রায় ৫৫ কোটি ইউয়ান (প্রায় ৭.৬৭ কোটি ডলার) তহবিল বরাদ্দ করেছে।

 

চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা
বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। জলমগ্ন অঞ্চলগুলিতে ত্রাণসামগ্রীর জন্য চলছে চরম হাহাকার।

 

চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা
বন্যায় বহু গাড়ি ভেসে যাওয়ার দৃশ্য সামনে এসেছে। অনেক যানবাহন জল ও কাদায় পুরোপুরি ডুবে গেছে। বানভাসি রাস্তায় সাধারণ মানুষকে নৌকা ও ভেলায় চলাফেরা করতে দেখা গেছে।
চিনে ভয়াবহ বন্যা: জলের নিচে বাড়িঘর, কাদায় থেমে গাড়ি—বেজিং জুড়ে আতঙ্ক ও অসহায়তা
ইতিমধ্যেই সামনে এসেছে উদ্ধারের একাধিক ছবি, যেখানে দেখা যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে দুর্গতদের সাহায্যে নেমেছে তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder