ইরানকে অস্থিতিশীল করার পরিকল্পনা ভেস্তেছে: রাইসি

- আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন; ইরানের শহরগুলো এখন নিরাপদে আছে। এগুলোকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা ও তার মিত্রতা যে পরিকল্পনা করেছিল; তা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের একটি দলের উদ্দেশ্যে রাইসি বলেন; ‘আমেরিকা এবং অন্যান্য শত্রুরা লিবিয়া এবং সিরিয়ার মতো একই পরিকল্পনা বাস্তবায়ন করে ইরানকে অস্থিতিশীল করতে চেয়েছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’
প্রসঙ্গত; ২০১১ সালে আরব বসন্তের প্রভাবে লিবিয়ায় ক্ষমতাচ্যুত হয়ে নিহত হন দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি। এ ছাড়া সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়। যার ফলশ্রুতিতে দেশটি দীর্ঘস্থায়ী এক গৃহযুদ্ধের কবলে পড়ে।
ইরানের প্রেসিডেন্ট সেদিকেই ইঙ্গিত করে এই কথা বলেছেন। তিনি জানান; ইরানের শহরগুলো এখন নিরাপদে আছে। তবে আমেরিকার উসকানিতে যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে তার প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য; ১৬ সেপ্টেম্বর মাহশা আমিনি নামের ২২ বছর বয়সি এক কুর্দ তরুী ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যাওয়ার পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ শুরুতে হিজাবের বিরুদ্ধে ছিল। পরবর্তীতে তা সরকার-বিরোী আন্দোলনে পরিত হয়। ইরান দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের জন্য আমেরিকা-সহ পশ্চিমা বিশ্বকে দায়ী করেছে।