০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

’আমার মায়ের বয়স প্রায় ১০০তিনিও টিকা নিয়েছেন’’ভ্যাকসিন ভীতি দূর করার পরামর্শ মোদির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার
  • / 176

পুবের কলম ওয়েবডেস্ক করোনাকে হারাতে দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তাই রবিবার ’মন কী বাত’ অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে আতঙ্ক কাটাতে নিজের মায়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন– ’’আমার মা– যাঁর বয়স প্রায় ১০০ বছর– তিনিও করোনা টিকা নিয়েছেন। ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।’’

      জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশে টিকাকরণ। সম্প্রতি সকলকে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু ঘটনা হল– অনেকেই ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। তাই কেউ কেউ আছেন যাঁরা ভ্যাকসিন নিতে চাইছেন না। সেই ভীতি কাটাতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী। মন কী বাত অনুষ্ঠানে মায়ের উদাহরণ দিয়ে তিনি বলেন– ’’আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা বিজ্ঞানের উপর আস্থা রাখুন। আমাদের গবেষকদের উপর ভরসা করুন। বহু মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আমি টিকার দুটো ডোজ নিয়েছি।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

আমার মা– যার বয়স প্রায় ১০০ বছর– তিনিও করোনা টিকা নিয়েছেন। ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।  ভ্যাকসিন নিয়ে আপনার হয়তো কয়েক ঘণ্টার জন্য জ্বর আসতে পারে। কিন্তু ভ্যাকসিন না নিলে আপনারা নিজেদের জীবনকে আরও বিপন্ন করে তুলবেন।’’ যারা টিকা নিয়ে ভুয়ো তথ্য রটাচ্ছেন– তাদের কথায় কান না দিয়ে টিকাকরণের জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানান নমো। করোনা থেকে বাঁচার একমাত্র উপায় যে টিকাকরণ– এদিন মন কী বাতে সেই বার্তাই দিয়েছেন তিনি।

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন: বিধ্বস্ত উত্তরবঙ্গ: এত প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

’আমার মায়ের বয়স প্রায় ১০০তিনিও টিকা নিয়েছেন’’ভ্যাকসিন ভীতি দূর করার পরামর্শ মোদির

আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক করোনাকে হারাতে দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তাই রবিবার ’মন কী বাত’ অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে আতঙ্ক কাটাতে নিজের মায়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন– ’’আমার মা– যাঁর বয়স প্রায় ১০০ বছর– তিনিও করোনা টিকা নিয়েছেন। ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।’’

      জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশে টিকাকরণ। সম্প্রতি সকলকে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু ঘটনা হল– অনেকেই ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। তাই কেউ কেউ আছেন যাঁরা ভ্যাকসিন নিতে চাইছেন না। সেই ভীতি কাটাতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী। মন কী বাত অনুষ্ঠানে মায়ের উদাহরণ দিয়ে তিনি বলেন– ’’আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা বিজ্ঞানের উপর আস্থা রাখুন। আমাদের গবেষকদের উপর ভরসা করুন। বহু মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আমি টিকার দুটো ডোজ নিয়েছি।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

আমার মা– যার বয়স প্রায় ১০০ বছর– তিনিও করোনা টিকা নিয়েছেন। ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।  ভ্যাকসিন নিয়ে আপনার হয়তো কয়েক ঘণ্টার জন্য জ্বর আসতে পারে। কিন্তু ভ্যাকসিন না নিলে আপনারা নিজেদের জীবনকে আরও বিপন্ন করে তুলবেন।’’ যারা টিকা নিয়ে ভুয়ো তথ্য রটাচ্ছেন– তাদের কথায় কান না দিয়ে টিকাকরণের জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানান নমো। করোনা থেকে বাঁচার একমাত্র উপায় যে টিকাকরণ– এদিন মন কী বাতে সেই বার্তাই দিয়েছেন তিনি।

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন: বিধ্বস্ত উত্তরবঙ্গ: এত প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর