উপরাষ্ট্রপতি নির্বাচন: কে হবেন NDA-র প্রার্থী? ঘোষণা ১২ অগস্ট

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 19
পুবের কলম,ওয়েবডেস্ক: অসুস্থতার ‘অজুহাত’ দেখিয়ে রাতারাতি পদত্যাগ দিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২১ জুলাই সোমবার রাত ৯টা নাগাদ ইস্তফা দেন তিনি। ধনখড় তাঁর ইস্তফাপত্রে জানিয়েছেন, ‘স্বাস্থ্যগত’ কারণে তিনি পদত্যাগ করেছেন।
যদিও বিরোধীদের দাবি, ধনখড়ের উপর চাপসৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারণ, পদত্যাগের দিনও পুরোদমে সংসদের কাজ সামলেছেন ধনখড়। যা নিয়ে এখনও তুঙ্গে রাজনৈতিক তরজা। ধনখড়ের পর কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি ? তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।
এই আবহে জানা গেল, আগামী ১২ অগস্ট উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করবে এনডিএ। বিজেপির সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ-র প্রার্থী চূড়ান্ত করবেন। বৃহস্পতিবার একটি বৈঠকের পর এমনটাই জানিয়েছেন রিজিজু।