তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইন্দোনেশিয়ার ওপর চাপ
- আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
- / 337
পুবের কলম ওয়েবডেস্কঃ ইন্দোনেশিয়ার সরকার পাম তেল রফতানি নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী খাবারের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বহু দেশ ইন্দোনেশিয়াকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে চাপ প্রয়োগ শুরু করেছে। তবে ইন্দোনেশিয়া এখনও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কিছু জানায়নি। বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রফতানিকারক দেশ ইন্দোনেশিয়াতে তেলসংকট দেখা দিলে দেশটির সরকার বিদেশে তেল রফতানি বন্ধ করে। দেশটির বাণিজ্য সহযোগীরা এখনও আনুষ্ঠানিকভাবে রফতানি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়নি। তবে ভারত, পাকিস্তানের মতো উঠতি অর্থনীতির দেশগুলোতে অসন্তোষ দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে না বললেও আড়াল থেকে দেশগুলো জাকার্তাকে কঠোর বার্তা দিচ্ছে। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেম গিল্ড বলেন, ‘আমি নিশ্চিত পাম তেল রফতানি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ জানানো হবে। বিশেষ করে যখন এ বছরের শেষের দিকে বালিতে জি-২০ সম্মেলন হবে। এটা আসলে জি-২০ সভাপতিত্ব করছে এমন একটি দেশের (ইন্দোনেশিয়া) কাছ থেকে প্রত্যাশিত নয়।’


















































