বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ প্রতিরোধের বার্তা দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 175
পুবের কলম প্রতিবেদক: এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম — প্লাস্টিক দূষণ প্রতিরোধ। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করতে হবে মানুষকে। প্লাস্টিকের ব্যবহার যে পরিবেশ এবং স্বাস্থ্যের পক্ষে হানিকর তা বোঝানোর দায়িত্ব নিতে হবে সকলকে।
বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে বিশ্ব পরিবেশ দিবসে এমনই বার্তা দিলেন রাজ্যের পরিবেশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশুদ্ধ শিক্ষাবিদ অজয় কুমার রায়, পরিবেশ দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব রোশনি সেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন পর্ষদের সদস্য সচিব জগদীশ প্রসাদ মিনা এবং পরিবেশ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্জলনের পরিবর্তে এদিন গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্লাস্টিক দূষণ এখন বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে। এমনকী মানব দেহও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেন, প্লাস্টিক থেকে যে দূষণ হচ্ছে তা থেকে সচেতন হতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সকলকে। সংবাদমাধ্যমকেও এই বিষয়ে দায়িত্ব নিতে হবে বলে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।