১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

পুবের কলম,ওয়েবডেস্ক : ফিলিস্তিনের প্রতি ভারতের বিদেশ নীতি লজ্জাজনক এবং নৈতিক সাহসের অভাব ছত্রেছত্রে পরিলক্ষিত, বললেন কংগ্রেস নেত্রী এবং ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ওয়াধেরা (Priyanka Gandhi For Criticising India’s Foreign Policy Towards Palestine)। নিজের এক্স হ্যাণ্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, গত ২০ মাস ধরে দেখছি ফিলিস্তিন প্রশ্নে ভারতের অতীতে যে উজ্জ্বল ভূমিকা ছিল এনডিএ সরকার তা বর্জন করেছে। মনে রাখা দরকার, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে প্রথম যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে ছিল ভারত।

১৯৮৮ সালে ভারত ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। সেই সময়ে এবং ফিলিস্তিনি জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ে ভারত আগাগোড়া বিশ্বকে দেখিয়েছিল যে, সঠিক পথ কোনটি। আমরা আন্তর্জাতিক পরিধিতে মানবতা এবং ন্যায়বিচারকে ঊর্ধ্বে তুলে ধরে ছিলাম। আর এখন গত ২০ মাস ধরে দেখছি, ফিলিস্তিনে যে অমানবিক কাজকর্ম হচ্ছে ভারত সরকার সে সম্পর্কে মুখে যেন কুলুপ এঁটে রয়েছে।প্রিয়াঙ্কার এই বক্তব্য সামনে আসতেই কংগ্রেস নেতারা তাঁকে সমর্থন করে বলেছেন, যথাসময়ে ঠিক কথা বলেছেন আমাদের নেত্রী (Priyanka Gandhi)

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

READ MORE: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

আরও পড়ুন: Palestine Statehood: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, প্রিয়াঙ্কা যথার্থই লিখেছেন, ভারতের বিদেশ নীতি লজ্জার। সওদি আরব এবং পাকিস্তান যে সামরিক চুক্তি করল এটাও ভারতের কাছে লজ্জার। ভারত তার পুরনো বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে না, এটাও লজ্জার। এখন ভুল শুধরে অন্তত ভারত ফিলিস্তিনের পাশে দাঁড়াক। বিজেপি নেতারা এখানে ইজরায়েলের সমর্থনে কত কথা বলছেন। কিন্তু ইজরায়েল কখনও ভারতের পাশে বিপদের সময় দাঁড়াবে না।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

কংগ্রেস সাংসদ মনোজকুমার প্রিয়াঙ্কাকে সমর্থন করে বলেছেন, ভারতের নীরবতা লজ্জার। সরকার কেন গত ২০ মাসে গাজার ঘটনাপ্রবাহের পরও চুপ করে রয়েছে তা বলতে হবে। আর এক কংগ্রেসের নেতা উদিত রাজ প্রিয়াঙ্কার কথায় পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, কিন্তু এই কেন্দ্রীয় সরকার কী করবে? এরা নিজের দেশের সমস্যার সমাধান করতে পারে না। দেশের হাল শোচনীয়। বিদেশ নীতি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধবিরতির মাঝেও রক্তপাত: গাজায় তিন মাসে অন্তত ১০০ শিশুর মৃত্যু, জানাল জাতিসংঘ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক : ফিলিস্তিনের প্রতি ভারতের বিদেশ নীতি লজ্জাজনক এবং নৈতিক সাহসের অভাব ছত্রেছত্রে পরিলক্ষিত, বললেন কংগ্রেস নেত্রী এবং ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ওয়াধেরা (Priyanka Gandhi For Criticising India’s Foreign Policy Towards Palestine)। নিজের এক্স হ্যাণ্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, গত ২০ মাস ধরে দেখছি ফিলিস্তিন প্রশ্নে ভারতের অতীতে যে উজ্জ্বল ভূমিকা ছিল এনডিএ সরকার তা বর্জন করেছে। মনে রাখা দরকার, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে প্রথম যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে ছিল ভারত।

১৯৮৮ সালে ভারত ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। সেই সময়ে এবং ফিলিস্তিনি জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ে ভারত আগাগোড়া বিশ্বকে দেখিয়েছিল যে, সঠিক পথ কোনটি। আমরা আন্তর্জাতিক পরিধিতে মানবতা এবং ন্যায়বিচারকে ঊর্ধ্বে তুলে ধরে ছিলাম। আর এখন গত ২০ মাস ধরে দেখছি, ফিলিস্তিনে যে অমানবিক কাজকর্ম হচ্ছে ভারত সরকার সে সম্পর্কে মুখে যেন কুলুপ এঁটে রয়েছে।প্রিয়াঙ্কার এই বক্তব্য সামনে আসতেই কংগ্রেস নেতারা তাঁকে সমর্থন করে বলেছেন, যথাসময়ে ঠিক কথা বলেছেন আমাদের নেত্রী (Priyanka Gandhi)

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

READ MORE: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

আরও পড়ুন: Palestine Statehood: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, প্রিয়াঙ্কা যথার্থই লিখেছেন, ভারতের বিদেশ নীতি লজ্জার। সওদি আরব এবং পাকিস্তান যে সামরিক চুক্তি করল এটাও ভারতের কাছে লজ্জার। ভারত তার পুরনো বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে না, এটাও লজ্জার। এখন ভুল শুধরে অন্তত ভারত ফিলিস্তিনের পাশে দাঁড়াক। বিজেপি নেতারা এখানে ইজরায়েলের সমর্থনে কত কথা বলছেন। কিন্তু ইজরায়েল কখনও ভারতের পাশে বিপদের সময় দাঁড়াবে না।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

কংগ্রেস সাংসদ মনোজকুমার প্রিয়াঙ্কাকে সমর্থন করে বলেছেন, ভারতের নীরবতা লজ্জার। সরকার কেন গত ২০ মাসে গাজার ঘটনাপ্রবাহের পরও চুপ করে রয়েছে তা বলতে হবে। আর এক কংগ্রেসের নেতা উদিত রাজ প্রিয়াঙ্কার কথায় পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, কিন্তু এই কেন্দ্রীয় সরকার কী করবে? এরা নিজের দেশের সমস্যার সমাধান করতে পারে না। দেশের হাল শোচনীয়। বিদেশ নীতি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।