পুবের কলম,ওয়েবডেস্ক : ফিলিস্তিনের প্রতি ভারতের বিদেশ নীতি লজ্জাজনক এবং নৈতিক সাহসের অভাব ছত্রেছত্রে পরিলক্ষিত, বললেন কংগ্রেস নেত্রী এবং ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ওয়াধেরা (Priyanka Gandhi For Criticising India’s Foreign Policy Towards Palestine)। নিজের এক্স হ্যাণ্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, গত ২০ মাস ধরে দেখছি ফিলিস্তিন প্রশ্নে ভারতের অতীতে যে উজ্জ্বল ভূমিকা ছিল এনডিএ সরকার তা বর্জন করেছে। মনে রাখা দরকার, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে প্রথম যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে ছিল ভারত।
১৯৮৮ সালে ভারত ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। সেই সময়ে এবং ফিলিস্তিনি জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ে ভারত আগাগোড়া বিশ্বকে দেখিয়েছিল যে, সঠিক পথ কোনটি। আমরা আন্তর্জাতিক পরিধিতে মানবতা এবং ন্যায়বিচারকে ঊর্ধ্বে তুলে ধরে ছিলাম। আর এখন গত ২০ মাস ধরে দেখছি, ফিলিস্তিনে যে অমানবিক কাজকর্ম হচ্ছে ভারত সরকার সে সম্পর্কে মুখে যেন কুলুপ এঁটে রয়েছে।প্রিয়াঙ্কার এই বক্তব্য সামনে আসতেই কংগ্রেস নেতারা তাঁকে সমর্থন করে বলেছেন, যথাসময়ে ঠিক কথা বলেছেন আমাদের নেত্রী (Priyanka Gandhi)।
READ MORE: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh
কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, প্রিয়াঙ্কা যথার্থই লিখেছেন, ভারতের বিদেশ নীতি লজ্জার। সওদি আরব এবং পাকিস্তান যে সামরিক চুক্তি করল এটাও ভারতের কাছে লজ্জার। ভারত তার পুরনো বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে না, এটাও লজ্জার। এখন ভুল শুধরে অন্তত ভারত ফিলিস্তিনের পাশে দাঁড়াক। বিজেপি নেতারা এখানে ইজরায়েলের সমর্থনে কত কথা বলছেন। কিন্তু ইজরায়েল কখনও ভারতের পাশে বিপদের সময় দাঁড়াবে না।
কংগ্রেস সাংসদ মনোজকুমার প্রিয়াঙ্কাকে সমর্থন করে বলেছেন, ভারতের নীরবতা লজ্জার। সরকার কেন গত ২০ মাসে গাজার ঘটনাপ্রবাহের পরও চুপ করে রয়েছে তা বলতে হবে। আর এক কংগ্রেসের নেতা উদিত রাজ প্রিয়াঙ্কার কথায় পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, কিন্তু এই কেন্দ্রীয় সরকার কী করবে? এরা নিজের দেশের সমস্যার সমাধান করতে পারে না। দেশের হাল শোচনীয়। বিদেশ নীতি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।




























