০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাঙ্কিপক্সের নাম বদলে, ‘ট্রাম্প-২২’ রাখার প্রস্তাব

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 82

পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনার মধ্যেই বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। এরই মধ্যে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এ ভাইরাসে। এদিকে মাঙ্কিপক্সের নাম পরিবর্তন নিয়ে চাপ বাড়ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। তাই তারা সেই দায়িত্ব ঘুরিয়ে দিয়েছিল জনগণের দিকে। মাঙ্কিপক্স ভাইরাসের নাম কী হওয়া উচিত, সে ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকেই পরামর্শ চেয়ে পাঠিয়েছিল ‘হু’।

 

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দফতরে যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে একটি বেশ অভিনব। এক আবেদনকারী লিখেছেন, তিনি মাঙ্কিপক্স ভাইরাসের নাম রাখতে চান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে! ভাইরাসের নামের জন্য তার পরামর্শ ‘ট্রাম্প-২২’। সম্প্রতি বিশ্বের বিজ্ঞানী মহল থেকে শুরু করে চিকিৎসক মহলও মাঙ্কিপক্সের নাম নিয়ে আপত্তি তুলেছিল। তারা জানিয়েছিল, ভাইরাসটির নাম অবিলম্বে বদলানো দরকার।

আরও পড়ুন: কঙ্গোয় ব্যাপক হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, অনিয়ন্ত্রিত যৌন মিলনের কথা বলছে হু

 

আরও পড়ুন: অফিসে মহিলা সহকর্মীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ,  গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী

এরই জবাবে ‘হু’ মাঙ্কিপক্সের সম্ভাব্য নামের পরামর্শ চায় জনগণের কাছে। যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে ‘পক্সি ম্যাকপক্সফেস’। তবে ট্রাম্প ২২-এর মতো কিছু অদ্ভুত নামও এসেছে তাদের দফতরে। সংস্থাটি জানিয়েছে, এ নিয়ে হাসাহাসির কিছু নেই। ট্রাম্প-২২ এর আসল মানে ‘টক্সিক র‌্যাশ অফ আনরেকগনাইজড মিস্টেরিয়াস প্রোভেন্যান্স অফ ২০২২।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঙ্কিপক্সের নাম বদলে, ‘ট্রাম্প-২২’ রাখার প্রস্তাব

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনার মধ্যেই বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। এরই মধ্যে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এ ভাইরাসে। এদিকে মাঙ্কিপক্সের নাম পরিবর্তন নিয়ে চাপ বাড়ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। তাই তারা সেই দায়িত্ব ঘুরিয়ে দিয়েছিল জনগণের দিকে। মাঙ্কিপক্স ভাইরাসের নাম কী হওয়া উচিত, সে ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকেই পরামর্শ চেয়ে পাঠিয়েছিল ‘হু’।

 

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দফতরে যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে একটি বেশ অভিনব। এক আবেদনকারী লিখেছেন, তিনি মাঙ্কিপক্স ভাইরাসের নাম রাখতে চান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে! ভাইরাসের নামের জন্য তার পরামর্শ ‘ট্রাম্প-২২’। সম্প্রতি বিশ্বের বিজ্ঞানী মহল থেকে শুরু করে চিকিৎসক মহলও মাঙ্কিপক্সের নাম নিয়ে আপত্তি তুলেছিল। তারা জানিয়েছিল, ভাইরাসটির নাম অবিলম্বে বদলানো দরকার।

আরও পড়ুন: কঙ্গোয় ব্যাপক হারে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, অনিয়ন্ত্রিত যৌন মিলনের কথা বলছে হু

 

আরও পড়ুন: অফিসে মহিলা সহকর্মীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ,  গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী

এরই জবাবে ‘হু’ মাঙ্কিপক্সের সম্ভাব্য নামের পরামর্শ চায় জনগণের কাছে। যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে ‘পক্সি ম্যাকপক্সফেস’। তবে ট্রাম্প ২২-এর মতো কিছু অদ্ভুত নামও এসেছে তাদের দফতরে। সংস্থাটি জানিয়েছে, এ নিয়ে হাসাহাসির কিছু নেই। ট্রাম্প-২২ এর আসল মানে ‘টক্সিক র‌্যাশ অফ আনরেকগনাইজড মিস্টেরিয়াস প্রোভেন্যান্স অফ ২০২২।’