প্রাকৃতিক দুর্যোগ ও ভঙ্গুর নদী বাঁধ কে রক্ষা করতে ম্যানগ্রোভ ভাইকে রাখি বন্ধন

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 19
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : প্রত্যন্ত বাসন্তী ব্লকের সুন্দরবন ঝড়খালি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বিবেকানন্দ পল্লী হ্যালো ফ্লোরা রেস্টোরেশন প্রাইভেট লিমিটেড সহযোগিতা স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী রাখি বন্ধন উৎসব। রাখি পূর্নিমা পুণ্যতিথিতে সবুজ বাহিনীর মহিলা সদস্যরা এবার ম্যানগ্রোভ কে রাখি পরিয়ে ভাই হিসেবে বরণ করে নিলো।
কারণ সুন্দরবন অঞ্চলে কোনও প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছে তখনই ম্যানগ্রোভ বুক চিতিয়ে দাঁড়িয়ে সেই ঝড়ের গতি প্রতিরোধ করার চেষ্টা করেছে। এলাকার মানুষ, ঘরবাড়ি এবং নদী বাঁধ রক্ষা করার চেষ্টা করেছে। তাই এবারে রাখি পূর্নিমার দিনে ম্যানগ্রোভ রাখি উৎসব আয়োজন করে এক অনন্য নজির সৃষ্টি করল ঝড়খালি সবুজ বাহিনী সদস্যরা।
সবুজ বাহিনীর সভাপতি পরিবেশ প্রেমী গাছ পাগল রাম প্রসাদ সরকার বলেন, ‘আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি সুন্দরবন অঞ্চলে আয়লা, বুলবুল, ইয়াস, আমফান, ফনি প্রভৃতি বড় বড় ঝড় যখন হয়েছে তখন ম্যানগ্রোভ উদ্ভিদ প্রাণপণে সেই ঝড়ের সঙ্গে লড়াই করে আমাদের বাঁচিয়েছে। বাঁচিয়েছে আমাদের বাড়িঘর। এমনকি যেখানে নদীর চরে ম্যানগ্রোভ অরণ্য ছিল সেখানে নদীর বাঁধ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে সুন্দরবনবাসীরা রক্ষা পেয়েছে। তাছাড়া আমরা জানি গাছ আমাদের পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে। তাই এবার আমরা ম্যানগ্রোভ কে ভাই হিসাবে রাখি পরিয়ে দিলাম। ভাই যেমন যেকোনও বিপদ থেকে তার বোনকে রক্ষা করে তেমনি বোনেদেরও উচিত ভাই কে রক্ষা করা। আমরা আজ সকলে শপথ নিচ্ছি, সুন্দরবন অঞ্চলে আর বৃক্ষ ছেদন নয়, এবার থেকে আমরাই ম্যানগ্রোভ রক্ষা করবো’।