০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াক আউট রুখতে স্পিকারকে তালা চাবি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, তীব্র বিতর্ক বিধানসভায়

সামিমা এহসানা
  • আপডেট : ৪ মার্চ ২০২৪, সোমবার
  • / 19

পুবের কলম ওয়েব ডেস্ক: বাজেট অধিবেশন চলছে পঞ্জাব বিধানসভায়। অধিবেশনের দ্বিতীয় দিনে তীব্র গোলযোগের সাক্ষী থাকল বিধায়করা। কংগ্রেস কথায় কথায় ওয়াক আউট করে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এরপর স্পিকার কুলতার সিং সান্ধওয়ানকে তিনি বলেন, আমি আপনার জন্যে এমন একটা উপহার এনেছি, যা আগে কেউ কখনও আপনেক দেয়নি। এরপর একটি তালা ও চাবি স্পিকারকে তিনি দিয়ে বলেন, ভেতর থেকে বিধনসভার দরজা বন্ধ করে দিতে। যাতে কংগ্রেস বিধায়করা ওয়াক আউট না করতে পারে। এরপর তীব্র গন্ডগোল শুরু হয় বিধানসভায়। বিরোধী কংগ্রেস হৈ হট্টগোল করে। ১৫ মিনিটের জন্যে মুলতুবিও হয় অধিবেশন। তারপর প্রশ্নোত্তর চলাকালীন কংগ্রেসের দলিত বিধায়ক সুখবিন্দর সিং কোটলি বলেন, আপ কথা দিয়েছিল, উপমুখ্যমন্ত্রী করা হবে কোনও দলিতকে। কিন্তু সেই কথা রাখা হয়নি। এই মন্তব্য শুনে রেগে যান ভগবন্ত মান। তিনি বলেন, কংগ্রেস বিধায়ক কোটলি মনে হয় মৃগী রোগে আক্রান্ত হয়েছেন, তাঁকে জুতো শোঁকানো দরকার। এরপর তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। তাদের দাবি, ক্ষমা চাইতে মানকে।

 

আরও পড়ুন: Breaking: নবান্নে হাইপ্রোফাইল বৈঠক, মমতার সঙ্গে আলোচনায় কেজরি সহ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াক আউট রুখতে স্পিকারকে তালা চাবি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, তীব্র বিতর্ক বিধানসভায়

আপডেট : ৪ মার্চ ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বাজেট অধিবেশন চলছে পঞ্জাব বিধানসভায়। অধিবেশনের দ্বিতীয় দিনে তীব্র গোলযোগের সাক্ষী থাকল বিধায়করা। কংগ্রেস কথায় কথায় ওয়াক আউট করে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এরপর স্পিকার কুলতার সিং সান্ধওয়ানকে তিনি বলেন, আমি আপনার জন্যে এমন একটা উপহার এনেছি, যা আগে কেউ কখনও আপনেক দেয়নি। এরপর একটি তালা ও চাবি স্পিকারকে তিনি দিয়ে বলেন, ভেতর থেকে বিধনসভার দরজা বন্ধ করে দিতে। যাতে কংগ্রেস বিধায়করা ওয়াক আউট না করতে পারে। এরপর তীব্র গন্ডগোল শুরু হয় বিধানসভায়। বিরোধী কংগ্রেস হৈ হট্টগোল করে। ১৫ মিনিটের জন্যে মুলতুবিও হয় অধিবেশন। তারপর প্রশ্নোত্তর চলাকালীন কংগ্রেসের দলিত বিধায়ক সুখবিন্দর সিং কোটলি বলেন, আপ কথা দিয়েছিল, উপমুখ্যমন্ত্রী করা হবে কোনও দলিতকে। কিন্তু সেই কথা রাখা হয়নি। এই মন্তব্য শুনে রেগে যান ভগবন্ত মান। তিনি বলেন, কংগ্রেস বিধায়ক কোটলি মনে হয় মৃগী রোগে আক্রান্ত হয়েছেন, তাঁকে জুতো শোঁকানো দরকার। এরপর তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। তাদের দাবি, ক্ষমা চাইতে মানকে।

 

আরও পড়ুন: Breaking: নবান্নে হাইপ্রোফাইল বৈঠক, মমতার সঙ্গে আলোচনায় কেজরি সহ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান