২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৮০ ভাগ ওবিসি কোটা নিয়োগহীন: রাহুল গান্ধি

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্ক :  কেন্দ্রীয় সরকার স্রেফ বহুজনদের নেবে না বলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ৮০ শতাংশ ওবিসি কোটার পদ শূন্য ফেলে রেখেছে, নিয়োগ করছে না,  বিস্ফোরক রাহুল গান্ধি। রাহুল তাঁর এক্স হ্যাণ্ডেলে দাবি করেছেন, অবিলম্বে ওই শূন্য পদ পূরণ করতে হবে।

বহুজনদের অধিকার দিতে হবে, মনুবাদীর মতো বাদ দিলে চলবে না। রাহুল লিখেছেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে তফসিল উপজাতি কোটায় ৮৩ শতাংশ পদ শূন্য পড়ে রয়েছে। অন্যদিকে ওবিসি কোটার ৮০ শতাংশ পদ শূন্য পড়ে রয়েছে।

 

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

তফসিল জাতির কোটার ৬৩ শতাংশ পদ শূন্য পড়ে রয়েছে। ইচ্ছে করে এই সব শূন্য পদে লোক নেওয়া হচ্ছে না। একইভাবে অ্যাসোসিয়েটস প্রফেসর পদে উপজাতি কোটায় ৬৫ শতাংশ, ওবিসি কোটার ৬৯ শতাংশ এবং তফসিল জাতি কোটার ৫১ শতাংশ পদ শূন্য ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর: পূর্ণ রাজ্যের পর্যাদা চেয়ে শ্রীনগরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল 

 

আরও পড়ুন: স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল? ওবিসি নিয়ে আদালত অবমাননা মামলা হাইকোর্টে

রাহুল লিখেছেন, রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে তথ্য দিয়েছেন তাতেই বোঝা যায় বহুজনদের কীভাবে বঞ্চিত করছে এই সরকার এবং মনুবাদকে প্রাতিষ্ঠানিকতায় পরিণত করেছে।

 

বহুজনদের শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে এই সরকার। এটা নিছক উপেক্ষা হিসেবে দেখলে ভুল হবে, এটা এক পরিকল্পিত ষড়যন্ত্র। শিক্ষা, গবেষণা, নীতি নির্ধারণ থেকে বহুজনদের সরিয়ে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলিতে বহুজনদের অপ্রতুল অংশগ্রহণের ফলে গবেষণা এবং আলোচনা থেকে প্রান্তিক সম্প্রদায়ের মানুষজনের কথা বাদ পড়ছে। মনুবাদী ধ্যানধারণা থেকে ‘উপযুক্ত প্রার্থী পাওয়া গেল না’ তকমা লাগিয়ে হাজার হাজার যোগ্য তফসিল জাতি উপজাতি এবং ওবিসি প্রার্থীকে বাদ দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৮০ ভাগ ওবিসি কোটা নিয়োগহীন: রাহুল গান্ধি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক :  কেন্দ্রীয় সরকার স্রেফ বহুজনদের নেবে না বলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ৮০ শতাংশ ওবিসি কোটার পদ শূন্য ফেলে রেখেছে, নিয়োগ করছে না,  বিস্ফোরক রাহুল গান্ধি। রাহুল তাঁর এক্স হ্যাণ্ডেলে দাবি করেছেন, অবিলম্বে ওই শূন্য পদ পূরণ করতে হবে।

বহুজনদের অধিকার দিতে হবে, মনুবাদীর মতো বাদ দিলে চলবে না। রাহুল লিখেছেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে তফসিল উপজাতি কোটায় ৮৩ শতাংশ পদ শূন্য পড়ে রয়েছে। অন্যদিকে ওবিসি কোটার ৮০ শতাংশ পদ শূন্য পড়ে রয়েছে।

 

আরও পড়ুন: ওবিসি স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ কোর্টে, শুনানি সোমে

তফসিল জাতির কোটার ৬৩ শতাংশ পদ শূন্য পড়ে রয়েছে। ইচ্ছে করে এই সব শূন্য পদে লোক নেওয়া হচ্ছে না। একইভাবে অ্যাসোসিয়েটস প্রফেসর পদে উপজাতি কোটায় ৬৫ শতাংশ, ওবিসি কোটার ৬৯ শতাংশ এবং তফসিল জাতি কোটার ৫১ শতাংশ পদ শূন্য ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর: পূর্ণ রাজ্যের পর্যাদা চেয়ে শ্রীনগরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল 

 

আরও পড়ুন: স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল? ওবিসি নিয়ে আদালত অবমাননা মামলা হাইকোর্টে

রাহুল লিখেছেন, রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে তথ্য দিয়েছেন তাতেই বোঝা যায় বহুজনদের কীভাবে বঞ্চিত করছে এই সরকার এবং মনুবাদকে প্রাতিষ্ঠানিকতায় পরিণত করেছে।

 

বহুজনদের শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে এই সরকার। এটা নিছক উপেক্ষা হিসেবে দেখলে ভুল হবে, এটা এক পরিকল্পিত ষড়যন্ত্র। শিক্ষা, গবেষণা, নীতি নির্ধারণ থেকে বহুজনদের সরিয়ে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলিতে বহুজনদের অপ্রতুল অংশগ্রহণের ফলে গবেষণা এবং আলোচনা থেকে প্রান্তিক সম্প্রদায়ের মানুষজনের কথা বাদ পড়ছে। মনুবাদী ধ্যানধারণা থেকে ‘উপযুক্ত প্রার্থী পাওয়া গেল না’ তকমা লাগিয়ে হাজার হাজার যোগ্য তফসিল জাতি উপজাতি এবং ওবিসি প্রার্থীকে বাদ দেওয়া হয়।